চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সিটি, জুভেন্টাস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল জুভেন্টাস। অন্যদিকে বাসেলের কাছে হারলেও গোল ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি।
নিজস্ব প্রতিবেদন : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল জুভেন্টাস। অন্যদিকে বাসেলের কাছে হারলেও গোল ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি।
⏰ RESULTS ⏰
Juventus & Manchester City reach the quarter-finals!
Which side will go further? #UCL pic.twitter.com/ZxaR1fFkKj
— UEFA Champions League (@ChampionsLeague) March 7, 2018
চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টটেনহ্যাম হটস্পার। বুধবার ওয়েম্বলিতে ৩৯ মিনিটে সন হুঙ মিনের গোলে এগিয়েও গিয়েছিল টটেনহ্যাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে দিবালা ও হিগুয়াইনের গোলে ম্যাচ জিতে নেয় জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস।
Another special #UCL night for @juventusfcen
How did you celebrate, Juve fans? pic.twitter.com/wtq4f94htK
— UEFA Champions League (@ChampionsLeague) March 7, 2018
অন্যদিকে ইত্তিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের অন্য প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডের দল বাসেলের কাছে হেরে গেল ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম লেগে ৪-০ গোলে জিতেছিল সিটি। বুধবার ম্যাচের ৮ মিনিটে জেসাসের গোলে এগিয়ে গেলেও ১৭ এবং ৭১ মিনিটে গোল করে ম্যাচ জিতে নেয় বাসেল। ঘরের মাঠে ইউরোপ সেরার আসরে হারের স্বাদ পেল সিটি। তবে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি।
আরও পড়ুন- কাতালুনিয়া সুপার কাপে চ্যাম্পিয়ন বার্সেসোনা, দেখুন ভিডিও