এক ওভারে ৫টা ছক্কা, ৩৯ রান, কুড়ির ক্রিকেটে হার্দিকের বিশ্বরেকর্ড

কুড়ির ক্রিকেটে বিশ্বেরকর্ড। তাও আবার ভারতের ঘরোয়া টি২০ প্রতিযোগিতায়। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ঝড় তুললেন বরোদার ব্যাটসম্যান হার্দিক প্যাটেল। দিল্লির আকাশ সুদানের এক ওভারে ৩৯ রান নিলেন হার্দিক। সেই ওভারে মারলেন ৫টা ওভার বাউন্ডারি। টি২০ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান তোলার বিশ্বরেকর্ডটা এতদিন ছিল নিউজিল্যান্ডের স্কট স্টাইরিসের দখলে। স্টাইরিস এক ওভারে নিয়েছিলেন ৩৮ রান। সুদানের শেষ বলে ৬ হাঁকিয়ে সেই রেকর্ডটা ভেঙে দিলেন হার্দিক।

Updated By: Mar 1, 2016, 07:49 PM IST
এক ওভারে ৫টা ছক্কা, ৩৯ রান, কুড়ির ক্রিকেটে হার্দিকের বিশ্বরেকর্ড

ওয়েব ডেস্ক: কুড়ির ক্রিকেটে বিশ্বেরকর্ড। তাও আবার ভারতের ঘরোয়া টি২০ প্রতিযোগিতায়। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ঝড় তুললেন বরোদার ব্যাটসম্যান হার্দিক পান্ডে। দিল্লির আকাশ সুদানের এক ওভারে ৩৯ রান নিলেন হার্দিক। সেই ওভারে মারলেন ৫টা ওভার বাউন্ডারি। টি২০ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান তোলার বিশ্বরেকর্ডটা এতদিন ছিল নিউজিল্যান্ডের স্কট স্টাইরিসের দখলে। স্টাইরিস এক ওভারে নিয়েছিলেন ৩৮ রান। সুদানের শেষ বলে ৬ হাঁকিয়ে সেই রেকর্ডটা ভেঙে দিলেন হার্দিক।

মজার কথা এই ওভারে বল করতে আসার আগে বোলার সুদান তিন ওভারে মাত্র আট রান দিয়ে নিয়েছিলেন ২টো উইকেট। সেখানে সুদান ৪ ওভার দিলেন ৪৭ রান। ১৯তম ওভারে সুদানের প্রথম বলটা হার্দিক ছয় হাঁকিয়েছিলেন, দ্বিতীয় বলটা  চার রান বাই। তৃতীয় স্লোয়ার বলটায় ওভার বাউন্ডারি। চতুর্থ বলটা নো বলে, সেখানে মিড উইকেটের উপর দিয়ে এল ফের ছয় রান। পরের বলে চার রান। পঞ্চম ও ষষ্ঠ বলে ওভার বাউন্ডারি।   

তবে শেষ অবধি এই ম্যাচ হারতে হয়েছে হার্দিকের বরোদাকে।

.