Hardik Pandya | WI vs IND: 'ন্যূনতম চাহিদা' মেটানো হয়নি! উইন্ডিজ বোর্ডের চরম অব্যবস্থা, ফুঁসছেন হার্দিক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-ওয়েস্ট ইন্ডিজ খেলছে। তিন ফরম্য়াটের লম্বা সূচি! দু'টি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচ। টেস্টে উইন্ডিজ বাহিনীকে ১-০ হারানোর পর, ওয়ানডে সিরিজেও তাদের ২-১ হারিয়েছে ভারত। ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি ছিল সিরিজের ফয়সলা ম্যাচ। স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে ভারত ২০০ রানে হারিয়েছে ক্যারিবিয়ানদের। সিরিজ জিতেই হার্দিক তোপ দেগেছেন ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সফর সংক্রান্ত সমস্যা নিয়ে। কার্যত হার্দিক জানিয়ে দিলেন যে, ওয়েস্ট ইন্ডিজে পরেরবার খেলতে আসার আগে ভারত দু'বার ভাববে। কারণ হার্দিক বলছেন তাঁরা আয়েশ করতে চাননি, কিন্তু ব্রায়ান লারার দেশ তাঁদের ন্য়ূনতম চাহিদাটুকুও মেটাতে পারেনি।

আরও পড়ুন: India Vs West Indies 3rd ODI: বিধ্বংসী শার্দুল, ওয়েস্ট ইন্ডিজকে বিশাল রানে দুরমুশ করে সিরিজ তুলে নিল ভারত

ম্যাচের পর হার্দিক বলেন, 'দেখুন এখানকার মাঠ আমার খেলা অন্যতম সেরা মাঠগুলির মধ্যেই থাকবে। কিন্তু পরেরবার যখন আমরা ওয়েস্ট ইন্ডিজে আসব, তখন আরও ভালো কিছুই প্রত্যাশা করব। সফরের কথাই বলি, আশা করব পরেরবার যেন কোনও সমস্যায় না পড়তে হয়। আমরা আয়েশ করতে চাইনি, কিন্ত কিছু ন্য়ূনতম চাহিদা থাকে। সেটা যেন দেখা হয়।'

এবার আসা যাক ম্যাচের কথায়। তৃতীয় ওয়ানডে ম্যাচেও বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশ্রাম দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টিম ম্যানেজমেন্ট ভরসা করেছিল তরুণ বিগ্রেডের উপরেই। ব্রায়ান লারার নামাঙ্কিত স্টেডিয়ামে টস হেরে ভারত ব্যাট করতে নেমেছিল। ওপেন করতে নেমেছিলেন ঈশান কিশান ও শুভমন গিল। দুই প্রিয় বন্ধু একেবারে টি-২০ মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন। ২০ ওভারের মধ্য়ে ১৪৩ রান তুলে ফেলেন তাঁরা। ৬৪ বলে ৭৭ রান করে ফেরেন ঈশান। তিনে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড় ফিরে যান মাত্র আট রানে। 

শুভমনের হাত শক্ত করতে আসেন সঞ্জু স্যামসন। সঞ্জু ৪১ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। এরপর শুভমন ফেরেন ৯২ বলে ঝকঝকে ৮৫ রানের ইনিংস খেলে। এরপর পাঁচে নেমে হার্দিক দাপট দেখাতে শুরু করেন। ৫২ বলে বিধ্বংসী ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া সূর্যকুমার এই ম্যাচে ৩০ বলে ৩৫ রান করেন। ব্যাটারদের দাপটে ভারত নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৫১ রান তোলে। অতি বড় ক্রিকেট ফ্যানও জানতেন যে ম্যাচের ফল কী হতে চলেছে! যা হওয়ার ঠিক তাই হয়। উইন্ডিজ দল রান তাড়া করতে নেমে ১৫১ রানে গুটিয়ে যায়। মুকেশ কুমার তিন উইকেট নেন। শার্দূল ঠাকুর তুলে নেন চার উইকেট। কুলদীপ যাদব দু'টি ও জয়দেব উনাদকাট নেন এক উইকেট।

এই ব্রায়ান লারা স্টেডিয়ামেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শুভারম্ভ। ৩ আগস্ট প্রথম কুড়ি ওভারের যুদ্ধ। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ ৮ আগস্ট এই মাঠেই। চতুর্থ (১২ আগস্ট) ও পঞ্চম টি-২০ ম্যাচ (১৩ আগস্ট) দু'টি হবে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে।

আরও পড়ুন: East Bengal: সাড়ম্বরে পালিত হল লাল-হলুদের ১০৪, 'ভারত গৌরব' রতন টাটা, সেরা ফুটবলার ক্লেটন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Hardik Pandya Slams West Indies Board For Not Giving Basic Necessities
News Source: 
Home Title: 

'ন্যূনতম চাহিদা' মেটানো হয়নি! উইন্ডিজ বোর্ডের চরম অব্যবস্থা, ফুঁসছেন হার্দিক

Hardik Pandya | WI vs IND: 'ন্যূনতম চাহিদা' মেটানো হয়নি! উইন্ডিজ বোর্ডের চরম অব্যবস্থা, ফুঁসছেন হার্দিক
Caption: 
সিরিজ জিতে হার্দিক পাণ্ডিয়া ফুঁসছেন
Yes
Is Blog?: 
No
Section: