Why This Kolaveri Di: হার্দিক-রশিদরা এবার গেয়ে মাতিয়ে দিলেন আসর! দেখুন ভিডিও

১৩ ম্য়াচের মধ্যে ১০ ম্যাচ জিতে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) অ্যান্ড কোং যাচ্ছে আইপিএল প্লেঅফ (IPL Playoff 2022) খেলতে। আগামী বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচ খেলবে গুজরাত। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।   

Updated By: May 17, 2022, 06:13 PM IST
 Why This Kolaveri Di: হার্দিক-রশিদরা এবার গেয়ে মাতিয়ে দিলেন আসর! দেখুন ভিডিও
ফুরফুরে মেজাজে হার্দিক-রশিদরা

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2022) রূপকথার অভিষেক হয়েছে গুজরাত টাইটান্সের (Gujarat Titans)। ১৩ ম্য়াচের মধ্যে ১০ ম্যাচ জিতে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) অ্যান্ড কোং যাচ্ছে আইপিএল প্লেঅফ (IPL Playoff 2022) খেলতে। আগামী বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচ খেলবে গুজরাত। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। 

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) নামার আগে হার্দিকরা রয়েছেন একেবারে ফুরফুর মুডে। অবসরে ব্যাট-বল ভুলে তাঁরা হাতে তুলে নিলেন উকুলেলে, ডিজেম্বে। হার্দিক-রশিদ খানরা (Rashid Khan) জনপ্রিয় তামিল গান 'হোয়াই দিজ কোলাভারি ডি' (Why this Kolaveri Di) গাইলেন। হার্দিক-রশিদদের সঙ্গ দিলেন সাই সুদর্শন (Sai Sudharsan), বিজয় শঙ্কর (Vijay Shankar) ও আর সাই কিশোররা (R Sai Kishore)

সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) আইপিএল-এ (IPL) যুক্ত হওয়ায় এবারের টুর্নামেন্ট হচ্ছে ১০ দলের। নবম দল হিসেবে ক্রোড়পতি লিগ খেলার জন্য আরপিএসজি সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকা লগ্নি করেছে। গোয়েঙ্কার টিমের নাম হয়েছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants, LSG)। দশম দল হিসেবে প্রায় ৫২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে সিভিসি ক্যাপিটাল। সেই দলের নাম হয়েছে  গুজরাট টাইটান্স। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের হয়ে প্রতিনিধিত্ব করবে।

আরও পড়ুন: Wriddhiman Saha, Exclusive, Ranji Trophy: অপমানিত ঋদ্ধিমান! খেলবেন না বাংলার হয়ে, চাইলেন ছাড়পত্র

আরও পড়ুন: Thomas Cup Controversy: মশা মারার র‌্যাকেটের ছবি দিয়ে অভিনন্দন Thomas Cup জয়ী দলকে! নেটিজেনদের তোপের মুখে IAS অফিসার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.