Hardik Pandya: দেশের প্রথম ক্রিকেটার হিসাবে হার্দিক পাণ্ডিয়ার মাথায় দ্বিমুকুট

হার্দিকের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ৮০২ রান রয়েছে। হার্দিক বিশ্বের নবম ক্রিকেটার হিসাবে ব্যাট হাতে ৫০০ রান করার পাশাপাশি বল হাতে ৫০ উইকেট নিলেন।

Updated By: Aug 3, 2022, 03:31 PM IST
Hardik Pandya: দেশের প্রথম ক্রিকেটার হিসাবে হার্দিক পাণ্ডিয়ার মাথায় দ্বিমুকুট
হার্দিকের অনন্য় রেকর্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) গত মঙ্গলবার অনন্য রেকর্ড করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে হার্দিক লিখলেন ইতিহাস। সেন্ট কিটসে ব্র্যান্ডন কিংকে (Brandon King) আউট করার সঙ্গেই হার্দিকের ঝুলিতে চলে এল ৫০টি আন্তর্জাতিক টি-২০ উইকেট। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) পর হার্দিক পঞ্চম ভারতীয় বোলার হিসাবে টি-২০ ক্রিকেটে উইকেটের হাফ-সেঞ্চুরি করলেন দেশের জার্সিতে। এই তালিকায় সবার ওপরে চাহাল। ৭৯টি উইকেট আছে তাঁর। হার্দিকের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ৮০২ রান রয়েছে। হার্দিক বিশ্বের নবম ক্রিকেটার হিসাবে ব্যাট হাতে ৫০০ রান করার পাশাপাশি বল হাতে ৫০ উইকেট নিলেন। তালিকায় আছেন শাকিব আল হাসাব, শাহিদ আফ্রিদি, ডোয়েন ব্র্যাভো, জর্জ ডকরেল, মহম্মদ নবি, মহম্মদ হাফিজ, কেভিন ও'ব্রায়েন ও থিসারা পেরেরা।

আরও পড়ুন: WATCH | Messi: এবার তরুণ ফ্যানের রক্ষাকর্তা মেসি! বোঝালেন কেন তিনি 'ভক্তের ভগবান'

ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ম্যাচে সাত উইকেটে হারিয়ে, চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত ২-১ এগিয়ে গিয়েছে। তৃতীয় ম্যাচে জয়ের কারিগর অবশ্যই সূর্যকুমার। তাঁর মারকাটারি ব্যাটিংয়ে ভর করেই ক্যারিবিয়ানদের ধরাশায়ী করেছে 'মেন ইন ব্লু'। আগের ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াল রোহিত ব্রিগেড। শুধু তাই নয়, পাশাপাশি টি-২০ তে রান তাড়া করায় নয়া রেকর্ডও স্থাপন করল টিম ইন্ডিয়া। ২০ ওভারের ম্যাচে ১৬৪ রানে ক্যারিবিয়ানদের আটকে রাখে ভারতীয় বোলাররা। এরপর রান তাড়া করে ৭ উইকেটেই জয় ছিনিয়ে নেয় ভারত।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবীন্দ্র জাডেজার বদলে নিয়ে আসা হয় দীপক হুডাকে। আক্রমণাত্মক না খেলে কিছুটা রয়ে সয়েই রানের ভিত গড়েন ক্যারিবিয়ানরা। ৫ উইকেট খুইয়ে তারা করেন ১৬৪ রান। ভারতীয় বোলারদের মধ্যে ২টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। হার্দিক ১ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান। ক্যারিবিয়ানদের হয়ে কাইল মেয়ার্স একটি ঝোড়ো ইনিংস খেলেন। ৫০ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস সাজিয়ে যান তিনি।

আরও পড়ুন: WATCH | Messi: এবার তরুণ ফ্যানের রক্ষাকর্তা মেসি! বোঝালেন কেন তিনি 'ভক্তের ভগবান'

এরপর ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব এবং অধিনায়ক রোহিত শর্মা। বাউন্ডারি মেরে খেলা জমিয়ে দেওয়ার মঞ্চ প্রস্তুতের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন 'হিটম্যান'। বোর্ডের তরফে জানান হয় ব্যাক স্প্যাজমজনিত শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর। ৫ বলে ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। এরপর শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে রান তাড়া করেন সূর্যকুমার। মাত্র ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। শ্রেয়স যদিও ২৭ বলে ২৪ রান করে ক্রিজে ফেরেন।

আরও পড়ুন: Rohit Sharma: ধোনি-বিরাটদের পিছনে ফেলে অধিনায়ক হিসাবে অনন্য নজির রোহিতের

সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ করে আউট হন এবং ঋষভ পন্থ ২৬ বলে অপরাজিত ৩৩ রান করে সিরিজ জয়ে একধাপ এগিয়ে নিয়ে যান টিমকে। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আকিল হোসেন ২৮ রান দিয়ে একটি উইকেট নেন। আগের দিন বোলিংয়ে নজর কাড়লেন এই ম্যাচে তেমন দাগ কাটতে পারেননি ওবেদ ম্যাকয়। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়েছেন এই ক্যারিবিয়ান বোলার। যদিও সূর্যকুমার এবং শ্রেয়সের ১০৫ রানের জুটিতে ভর করেই লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় 'মেন ইন ব্লু।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.