কোহলি ব্রিগেডে এই অলরাউন্ডারই হতে চলেছে তুরুপের তাস
ব্যুরো: ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করে ইডেনে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কোহলির একদিনের দলে এখন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে এই সাফল্যের জন্য হার্দিক যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন রাহুল দ্রাবিড় ও পরশ মামরেকে। আরও পড়ুন- ম্যাচ হারলেও কেদার আর হার্দিকের লড়াই মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের শেষ একদিনের সিরিজ। তাই এই সিরিজ জয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মনোবল বাড়িয়ে দেবে বলেই মনে করছেন ভারতের এই তরুণ অলরাউন্ডার।
"The India A tour to Australia last year has been a learning curve" @hardikpandya7 on how he has matured over the past year #INDvENG pic.twitter.com/KmxCB86h41
— BCCI (@BCCI) January 24, 2017
A thriller on cards as @hardikpandya7 gets to his maiden ODI half century.Not to forget @JadhavKedar at the other end #INDvENG #TeamIndia pic.twitter.com/IidUfC5HdJ
— BCCI (@BCCI) January 22, 2017