Kane Williamson: এবার অধিনায়কত্ব ছেড়ে দিক উইলিয়ামসন! সাফ বলে দিলেন ভাজ্জি

উইলিয়ামসনের চলতি দশার সঙ্গে রিকি পন্টিংয়ের তুলনা টেনেছেন হরভজন। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন পন্টিং। তাঁর বদলে রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে ওঠে গুরুদায়িত্ব। মুম্বই আইপিএল চ্যাম্পিয়ন হয়। 

Updated By: May 17, 2022, 10:22 PM IST
Kane Williamson: এবার অধিনায়কত্ব ছেড়ে দিক উইলিয়ামসন! সাফ বলে দিলেন ভাজ্জি
কেন উইলিয়ামসনকে বিশেষ পরামর্শ হরভজনের

নিজস্ব প্রতিবেদন: গত মরশুমে আইপিএলের দ্বিতীয় পর্বে অধিনায়কত্বে বদল ঘটে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। ডেভিড ওয়ার্নারের (David Warner) হাত থেকে ক্যাপ্টেনসির ব্যাটন ওঠে কেন উইলিয়ামসনের (Kane Williamson) হাতে। তবে চলতি আইপিএলে (IPL 2022) উইলিয়ামসন ব্যাট হাতে যেমন ব্য়র্থ, তেমনই নেতৃত্ব দিতে গিয়েও দিশা হারান তিনি। এবার উইলিয়ামসনকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিলেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। উইলিয়ামসনের নেতৃত্বে কমলা বাহিনী ১২ ম্যাচের মধ্যে মাত্র ৫ ম্যাচ জিতেছে। হেরেছে ৭ ম্যাচ। ১০ দলীয় লড়াইয়ে হায়দরাবাদ আটে।

উইলিয়ামসনের চলতি দশার সঙ্গে রিকি পন্টিংয়ের তুলনা টেনেছেন হরভজন। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন পন্টিং। তাঁর বদলে রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে ওঠে গুরুদায়িত্ব। মুম্বই আইপিএল চ্যাম্পিয়ন হয়। হরভজন সেই দৃষ্টান্ত টেনে এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "রিকি পন্টিংয়ের সঙ্গে ২০১৩ সালে এমনটা হয়েছিল। ও নেতৃত্ব দিয়ে বুঝতে পারে যে, ওর ব্যাট হাতে দলকে ডোবাচ্ছে। ৫-৬টি ম্য়াচের পরেই পন্টিং দায়িত্ব থেকে সরে এসে থিঙ্ক ট্যাঙ্কের সদস্য হয়ে যায়। আমরা খেতাব জিতি। উইলিয়ামসন অবশ্যই অন্য কাউকে অধিনায়কত্ব দিয়ে দিক। নিজের ব্য়াটিংয়ে ফোকাস করুক। ও অধিনায়ক হিসাবে পরেববার ফিরে আসুক।" চলতি আইপিএলে উইলিয়ামসন ১৩ ম্য়াচে মাত্র ২০৮ রান করেছেন। তাঁর গড় ১৮.৯১।

আরও পড়ুন: Virat Kohli: পাক অধিকৃত কাশ্মীরে টি-২০ টুর্নামেন্ট, খেলার আমন্ত্রণ পাচ্ছেন কোহলি!

আরও পড়ুন Cristiano Ronaldo-Andre Russell: দ্রে রাসের কাছে খেল দুনিয়ায় সর্বকালের সেরা সিআর সেভেন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.