সাম্বার দেশে হয়ে গেল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস, একই গ্রুপে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট, শুরু হয়ে গেল 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর জন্য দিনগোনা

ব্রাজিলে হয়ে গেল ২০১৪ সালের বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। নিজের ঘরের মাঠে বেশ শক্ত গ্রুপে পড়েছে ব্রাজিল। অন্যদিকে মেসির আর্জেন্টিনা সহজ গ্রুপে। গ্রুপ ডি আর জি-কে গ্রুপ অব ডেথ হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা।

Updated By: Dec 7, 2013, 09:34 PM IST

ব্রাজিলে হয়ে গেল ২০১৪ সালের বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। নিজের ঘরের মাঠে বেশ শক্ত গ্রুপে পড়েছে ব্রাজিল। অন্যদিকে মেসির আর্জেন্টিনা সহজ গ্রুপে। গ্রুপ ডি আর জি-কে গ্রুপ অব ডেথ হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা।

ব্রাজিল বিশ্বকাপের কাউন্টডাউন শুরু। শুক্রবার রাতে ব্রাজিলে হয়ে গেল পরের বিশ্বকাপের গ্রপ বিন্যাস। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট স্পেন আর নেদারল্যান্ডস একই গ্রুপে পড়েছে। গ্রুপ বি-র প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। গ্রুপ ডি-তে রয়েছে উরুগুয়ে, ইংল্যান্ড, ইতালি। এই গ্রুপটিকেই গ্রুপ অব ডেথ হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। তিনটে বিশ্বচ্যাম্পিয়ন দেশ জায়গা পেয়েছে এই গ্রুপে।

গ্রুপ ডি-র মতই যথেষ্ট শক্ত গ্রুপে রয়েছে জার্মানি আর পর্তুগাল।

গ্রুপ জি-র অন্য দুটি দল ঘানা আর ইউএসএ। ঘরের মাঠে শক্ত গ্রুপে নেইমারের ব্রাজিলও। গ্রুপ লিগে স্কোলারির দলকে খেলতে হবে ক্রোয়েশিয়া,মেক্সিকো আর ক্যামেরুনের বিরুদ্ধে।সেই তুলনায় বেশ সহজ গ্রুপে মেসির আর্জেন্টিনা।গ্রুপ লিগে মারাদোনার দেশকে খেলতে হবে বিশ্বকাপে নবাগত বসনিয়া,ইরান আর নাইজেরিয়ার বিরুদ্ধে।

পরের বছর জুন মাসের ১২ তারিখ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

.