'বছরের সেরা ওয়ানডে'তে শেষ বলে ছক্কায় টাই
শ্রীলঙ্কা-২৮৬/৯, ইংল্যান্ড-২৮৬/৮
ওয়েব ডেস্ক: টি২০ ক্রিকেটের বছরে ওয়ানডে ক্রিকেটের প্রত্যাবর্তন। অনেকেই বলছেন, বছরের সেরা ওয়ানডে ম্যাচ। আসলে নটিংহ্যামে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ টাই হয়ে গেল। একেবারে নাটকীয় কায়দায়। শেষ বলে জিততে হলে ইংল্যান্ডকে করতে হত ৭ রান। শ্রীলঙ্কার নুয়ান প্রদীপের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাই করে দেন ব্রিটিশ ব্যাটসম্যান লিয়াম প্লাঙ্কেট। একেবারে অবিশ্বাস্য কায়দায়। শেষ ওভারে নাটকীয় কিছু এ বছর যেন ইংল্যান্ড ক্রিকেটের সঙ্গে জড়িয়ে গিয়েছে। ইডেনে টি২০ বিশ্বকাপে শেষ ওভারে ক্যারিবিয়ান ব্রেথওয়েটের কাছে পরপর চারটে ছক্কা খেয়ে ট্রফি হাতছাড়া হয়েছিল ইংল্যান্ডের।
দেখুন সেই শেষ বল ছক্কা
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ২৮৬ রান। ১২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে থাকা শ্রীলঙ্কার রানকে লড়াকু জায়গায় নিয়ে যায় অধিনায়ক অ্যাঞ্জেল ম্যাথুজের ৭৩ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে থাকে ইংল্যান্ড। কিন্তু সেখান থেকেই অসাধারণ প্রত্যাবর্তন। বাটলার-ওকস জুটির ১৩৮ রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনে। তবে তারপর বাটলার ফিরে যাওয়ার পর ম্যাচ ফের জমে যায়। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হত ১৪ রান। শেষ ওভারে প্রথম চার বলে ওঠে মাত্র চার রান। পরের দু বলে ৯ রান তুলে ম্যাচ টাই করে ফেরে ইংল্যান্ড।
দেখুন ম্যাচের হাইলাইটস