জন্মদিনে গোষ্ঠ পালের হারানো পদ্মশ্রী পদক ফিরে পেতে রাজ্য সরকারের দ্বারস্থ ফুটবলারের পরিবার

মঙ্গলবার কিংবদন্তি প্রাক্তন ফুটবলার গোষ্ঠ পালকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাল কলকাতা ময়দান।

Updated By: Aug 20, 2019, 03:24 PM IST
জন্মদিনে গোষ্ঠ পালের হারানো পদ্মশ্রী পদক ফিরে পেতে রাজ্য সরকারের দ্বারস্থ ফুটবলারের পরিবার

নিজস্ব প্রতিবেদন :  বাবার হারিয়ে যাওয়া পদ্মশ্রী পদক ফিরে পেতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল গোষ্ঠ পালের পরিবার। প্রথম ফুটবলার হিসেবে ১৯৬২ সালে পদ্মশ্রী পেয়েছিলেন ভারতীয় ফুটবলের 'চাইনিজ ওয়াল'। সেই পদক মোহনবাগান ক্লাবকে দিলেও তা এখনও ক্লাবের কাছ থেকে ফেরত্ পায়নি গোষ্ঠ পালের পরিবার। বার বার ক্লাব কর্তাদের কাছে দরবার করেও কোনও সুরাহা হয়নি। ক্লাব বিশেষ কমিটি তৈরি করলেও এখনও কাজের কাজ কিছুই হয়নি। তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তিনি। মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান করতে পাঠিয়ে দেন ক্রীড়ামন্ত্রীর কাছে। সেই মতো ক্রীড়ামন্ত্রীর কাছে লিখিত অভিযোগও করে গোষ্ঠ পালের পরিবার।

২০ অগাস্ট, মঙ্গলবার কিংবদন্তি প্রাক্তন ফুটবলার গোষ্ঠ পালকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাল কলকাতা ময়দান। বিখ্যাত এই ডিফেন্ডারের ১২৪ তম জন্মবার্ষিকীতে ময়দানে গোষ্ঠ পালের মূর্তিতে মালা দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন তিন প্রধানের কর্তারাও। মানস ভট্টাচার্য, বিশ্বজিত্ ভট্টাচার্যের মতো প্রাক্তনরাও শ্রদ্ধা জানান গোষ্ঠ পালকে।

আরও পড়ুন - ধর্ষণের কথা স্বীকার করলেন রোনাল্ডো; মুখ বন্ধ রাখার জন্য ক্যাথরিনকে টাকা দিয়েছিলেন সিআর সেভেন!

 

Tags:
.