Glenn Maxwell gets body massage by Virat Kohli: অবাক করে দেওয়া ছবি, 'ম্যাড ম্যাক্স'কে বডি মাসাজ দিচ্ছেন 'কিং কোহলি'

গত ম্যাচে বিরাট পাঁচ রানে আউট হয়ে ফিরে যান। যুজবেন্দ্র চাহাল তাঁকে রান আউট করেন। এরপর সাজঘরে ফিরে গিয়ে 'ম্যাড ম্যাক্স'কে বডি মাসাজ দিতে শুরু করে দেন 'কিং কোহলি'।   

Updated By: Apr 6, 2022, 10:21 PM IST
Glenn Maxwell gets body massage by Virat Kohli: অবাক করে দেওয়া ছবি, 'ম্যাড ম্যাক্স'কে বডি মাসাজ দিচ্ছেন 'কিং কোহলি'
মুহূর্ত। গ্লেন ম্যাক্সওয়েকে বডি মাসাজ দিচ্ছেন বিরাট কোহলি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচ চলার সময় অবাক করে দেওয়া মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ব্যাটিংয়ের সময় ড্রেসিংরুমের দিকে ক্যামেরার ঘোরাতেই দেখা গেল গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) বডি মাসাজ করছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ার যুগে এই মুহূর্ত ভাইরাল হতে একদম সময় নেয়নি। 

গত ম্যাচে বিরাট পাঁচ রানে আউট হয়ে ফিরে যান। যুজবেন্দ্র চাহাল তাঁকে রান আউট করেন। এরপর সাজঘরে ফিরে গিয়ে 'ম্যাড ম্যাক্স'কে বডি মাসাজ দিতে শুরু করে দেন 'কিং কোহলি'। 

ভিডিওতে দেখা যাচ্ছে, সামনে বসা ম্যাক্সওয়েলের পিঠে মাসাজ করছেন বিরাট। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশে গত ম্যাচ খেলতে পারেননি এই মারকুটে ব্যাটার। তবে তিনি দলের সঙ্গে ছিলেন। আর হঠাত্ করেই বসে থাকা ম্যাক্সওয়েলকে মাসাজ দেন কোহলি।

৯ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফের মাঠে নামবে আরসিবি। সেই ম্যাচে খেলতে পারেন ম্যাক্সওয়েল। এখনও পর্যন্ত ৯৭টি আইপিএল ম্যাচে ২০১৮ রান করেছেন এই অজি তারকা। নিয়েছেন ২২টি উইকেট। 

গত মরশুমের আগে একেবারেই ছন্দে ছিলেন না ম্যাক্সওয়েল। সেইজন্য তাঁকে পঞ্জাব কিংস ছেড়ে দিয়েছিল। তবে বিরাটের একটা ফোন তাঁর কেরিয়ার বদলে দেয়। গত মরশুমে আরসিবি-র হয়ে মাঠে নেমে একাধিক বিস্ফোরক ইনিংস খেলেছিলেন 'ম্যাড ম্যাক্স'। 

২০২১ সালে ১৫ ম্যাচে ৫১৩ রান করেছিলেন। সঙ্গে ছিল ছয়টা অর্ধ শতরান। সর্বোচ্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৯ বলে ৭৮ রান। স্ট্রাইকরেট ১৪৪.১০। তাই এ বারও তাঁর কাছ থেকে ফের একবার ব্যাটিং বিস্ফোরণের অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। 

আরও পড়ুন: IPL 2022: RCB-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্বামী Yuzvendra-র সাফল্যে নাচলেন Dhanashree, ভিডিও ভাইরাল

আরও পড়ুন: IPL 2022, MIvsKKR: ফের একবার Virat Kohli-কে ছুঁয়ে রেকর্ড গড়তে ব্যর্থ Rohit Sharma

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

.