ইতালি গাঁট ছাড়িয়ে ইউরোর সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি
![ইতালি গাঁট ছাড়িয়ে ইউরোর সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ইতালি গাঁট ছাড়িয়ে ইউরোর সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/03/59501-ger.jpg)
জার্মানি (১) (৬) ইতালি (১) (৫)
ওয়েব ডেস্ক: ম্যারাথন টাইব্রেকারে ইতালিকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌছে গেল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পেনাল্টি শুট আউটে তিনটে পেনাল্টি মিস করেও বাজিমাত করল জোয়াকিম লো-র দল। অবশেষে বিশ্বফুটবলের বড়মঞ্চে আজুরিদের টেক্কা দিল জার্মানি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ওজিলের গোলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে ইতালিকে সমতায় ফেরান বোনুচ্চি।
নির্ধারিত ৯০ মিনিট তো বটেই অতিরিক্ত সময়ে খেলা ফল ছিল ১-১। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে গোল করতে ব্যর্থ হন জার্মানির মুলার,ওজিল,সোয়াইনস্টেইগার।
অন্যদিকে, টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন ইতালির সিমোনে ঝাঝা,পেল্লে,বোনুচ্চি আর ডারমিয়ান। ডারমিয়ানের শট ন্যুয়ার সেভ করলে,পরের শটে গোল করে জার্মানিকে সেমিতে পৌছে দেন হেক্টর।