দেশের জার্সিতে মেসিদের হারালেন রোনাল্ডোরা
এক নজরে বুধবারের প্রীতি ম্যাচের ফল
পর্তুগাল (১) আর্জেন্টিনা (০)।। জার্মানি (১) স্পেন (০)।। ব্রাজিল (২) অস্ট্রিয়া (১)।। কলম্বিয়া (১) স্লোভানিয়া (০)
ইংল্যান্ড (৩) স্কটল্যান্ড (১)।। ইটালি (১) আলবানিয়া (০)।। জাপান (২) অস্ট্রেলিয়া (১)।। ইরান (১) কোরিয়া রিপাবলিক (০)
রাশিয়া (২) হাঙ্গেরি (১)।। আমেরিকা (৪) আয়ারল্যান্ড (১)
ওয়েব ডেস্ক: বিশ্বকাপে মহাব্যর্থতার জ্বালায় কিছুটা মলম লাগল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ওল্ড ট্রাফোর্ডে প্রীতি ম্যাচে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দিল রোনাল্ডোর পর্তুগাল। খেলার একেবারে শেষদিকে রাফায়েল গুয়েরিওর হেড থেকে করা গোলে নাটকীয় জয় ছিনিয়ে নেয় পর্তুগাল। এই ম্যাচকে গোটা বিশ্ব নজর রাখছিল মেসি-রোনাল্ডোর দ্বৈরথ হিসবে। সেখানে দুই দলের কোচই হাফ টাইমের পর এই দুই নক্ষত্রকে মাঠ থেকে তুলে নেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা হয় মেসি-রোনাল্ডোকে ছাড়াই।
এদিকে, বিশ্বজয়ী জার্মানি ১-০ গোলে হারিয়ে দিল ইউরোপ সেরা স্পেনকে। টনি ক্রুসের জয়সূচক গোলটি করেন।
অন্যদিকে, ভিয়েনায় অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন রবার্ট ফার্মিনো। অপর গোলটি করেন দাভিদ লুইস।
স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারায় ইংল্যান্ড।