Cristiano Ronaldo | Georgina Rodriguez: 'বিশ্বের সেরা ফুটবলারকে ছোট করতে পারেন না'!

Georgina Rodriguez: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ডু-অর-ডাই ম্যাচেও শুরু থেকে খেলানো হয়নি। পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোসকে ধুয়ে দিলেন রোনাল্ডোর পার্টনার জর্জিনা রডরিগেজ। ইনস্টাগ্রাম পোস্টে সাফ লিখে দিলেন যে, বিশ্বের সেরা ফুটবলারকে স্যান্টোস ছোট করতে পারেন না।

Updated By: Dec 11, 2022, 03:34 PM IST
Cristiano Ronaldo | Georgina Rodriguez: 'বিশ্বের সেরা ফুটবলারকে ছোট করতে পারেন না'!
পর্তুগালের কোচকে ধুয়ে দিলেন জর্জিনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ ডিসেম্বর ২০২২, তারিখটা ভুলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ফ্যানরা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে পর্তুগালকে (Morocco vs Portugal) বিদায় নিতে হল! আল থুমানা স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে ইউসেফ এন-নেসরির গোলই পর্তুগালের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দেয়। ম্যাচ হেরে কাপ ছুঁতে না পারার যন্ত্রণায় ভেঙে পড়েন সিআর সেভেন (CR7)। মাঠ থেকে কাঁদতে কাঁদতে টানেল দিয়ে ফিরেছেন পর্তুগালের স্বপ্নের সওদাগর। শিশুর মতো অঝোরে কেঁদেছেন তিনি। মরক্কো ম্যাচেও কোচ ফের্নান্দো স্যান্টোস (Fernando Santos) রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি। দ্বিতীয়ার্ধে তাঁকে নামান। গুরু-শিষ্যের 'ইগোর লড়াই' এমনই চরমে! কিন্তু রোনাল্ডোর এই কান্না দেখতে পারেননি তাঁর পার্টনার জর্জিনা রডরিগেজ (Georgina Rodriguez)। স্যান্টোসকে ইনস্টাগ্রাম পোস্টে ধুয়ে মুছে সাফ করে দিলেন।

আরও পড়ুনCristiano Ronaldo, FIFA World Cup 2022: ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ অধরাই! টানেলে কেঁদে বিদায় নিলেন পর্তুগিজ মহাতারকা

আরও পড়ুন: FIFA World Cup 2022, MAR vs POR: রোনাল্ডো-ফার্নান্দো স্যান্টোসের ইগোর লড়াইয়ের সুযোগ নিয়ে ইতিহাস গড়ে শেষ চারে মরক্কো

জর্জিনা লেখেন, 'আজ আপনাদের বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিল। সেই বন্ধু যাঁর প্রতি আপনাদের অসীম শ্রদ্ধা ও মুগ্ধতা রয়েছে। যে মানুষটিকে মাঠে নামালে সব কিছু বদলে যায়, তাঁকে যখন নামানো হল, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। বিশ্বের সেরা ফুটবলারকে ছোট করতে পারেন না। আপনার সব চেয়ে শক্তিশালী অস্ত্র সে। একজনেরও উচিত নয়, আপনার পাশে দাঁড়ানো। আপনি এর যোগ্য নন। জীবন আমাদের শিক্ষা দেয়। আজ আমরা হারিনি। আমরা শিখেছি। আমরা গুণমুগ্ধ। ' রোনাল্ডোকে শুরু থেকে না খেলানোয় কোনও আক্ষেপ নেই স্যান্টোসের। ম্যাচের পর রোনাল্ডোদের ইউরো কাপ দেওয়া কোচ বলেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অসাধারণ প্লেয়ার। তবে ওকে শুরু থেকে না খেলানোয় কোনও আক্ষেপ নেই। সুইজারল্যান্ডের বিরুদ্ধে আমাদের যে দলটা খুব ভালো খেলেছিল, সেই দলটাকেই খেলাতে চেয়েছিলাম। আর রোনাল্ডো তখনই নেমেছে যখন দরকার ছিল। ফলে আক্ষেপের জায়গা নেই কোনও।'রোনাল্ডোর জন্য তাঁর পরিবার চলে এসেছে কাতারে। জর্জিনাকে প্রতি ম্যাচেই পাওয়া গিয়েছে গ্যালারিতে। রোনাল্ডোর সমর্থনে প্রতিবার গলা ফাটিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.