WATCH | Gautam Gambhir: শুনতে পারলেন না কোহলি শব্দব্রহ্ম, মাঠেই শালীনতার সব সীমা ছাড়ালেন প্রাক্তন!
Gautam Gambhir gives middle finger to crowd in response to Virat Kohli chants: বিরাট কোহিল বনাম গৌতম গম্ভীর! আরও একবার খেলার মাঠে চেনা লড়াই। তবে এবার কোহলির নাম শুনেই তেতে উঠলেন গম্ভীর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর (Virat Kohli vs Gautam Gambhir)! এই লড়াই মনে হয় না আর থামবে। এশিয়া কাপে ভারত বনাম নেপাল (India vs Nepal) ম্যাচ এমন এক ঘটনার সাক্ষী থাকল, যা ফের একবার বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটারের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দিল। শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামের (Pallekele International Cricket Stadium) এক জায়গা দিয়ে গম্ভীর হেঁটে যাচ্ছিলেন। বলে রাখা ভালো গম্ভীর এই টুর্নামেন্টে সম্প্রচারকারী চ্যানেলের জন্য ক্রিকেট পণ্ডিতের ভূমিকায় ধরা দিয়েছেন। গম্ভীরকে দেখেই কিছু সমর্থক কোহলি..কোহলি...শব্দব্রহ্ম তোলেন। যা শুনে আর মাথা ঠিক রাখতে পারেননি গম্ভীর। তিনি তাদের উদ্দেশে 'মিডল ফিঙ্গার' (মধ্যমা) দেখান। ট্যুইটারে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে যায় রাতারাতি। যা নিয়ে বিস্তর চর্চা চলছে এখনও।
আরও পড়ুন: India ODI WC 2023 Squad Announcement: বিশ্বকাপের আগুনে দল ঘোষণা ভারতের, বাদ পড়লেন কোন কোন তারকা?
গম্ভীর-কোহলির লড়াইয়ে আলোকপাত করতে গেলে, একটু পিছনে ফিরতে হবে। খুব বেশি পিছনে নয়। চলতি বছর আইপিএলেরই কথা। আইপিএলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, মাঠের মধ্যে তুমুল ঝামেলায় জড়িয়ে, খেলোয়াড়দের অগ্নিশর্মা হওয়ার ঘটনা একেবারেই নতুন কিছু নয়। আইপিএল সিক্সটিনে লখনউ সুপার জায়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ ছিল রাহুলদেরই ঘরের মাঠ একানা ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের পর অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মাঠ। একাধিকবার কথাকাটিতে জড়িয়ে পড়েন ক্রিকেটাররা। উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন আরসিবি মহারথী বিরাট ও এলএসজি-র মেন্টর গম্ভীর। আচরণবিধি ভঙ্গের অপরাধে কোহলি-গম্ভীরের ১০০ শতাংশ ম্যাচ-ফি কেটে নিয়েছে বিসিসিআই! গম্ভীর পড়ে বলেছিলেন যে, ইট মারলে পাটকলেও হজম করতে হয়।
আরও একটু পিছনে ফেরা যাক। সালটা ২০১৩। চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল-এর খুনখারাপি ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।ম্যাচের দশ নম্বর ওভারে আউট হয়ে সাজঘরের ফেরার বদলে, সেদিন বিরাট এগিয়ে গিয়েছিলেন এক্সট্রা কভারের দিকে। যেখানে দাঁড়িয়ে কেকেআর-এর নেতা গম্ভীর। বিরাট কিছু একটা বলতেই গম্ভীর তেড়ে যান তাঁর দিকে। পাল্টা মারমুখী হয়ে ওঠেন বিরাটও। কী হচ্ছে বা হতে পারে, তা বুঝতেই পারেনি চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শক।
আরও পড়ুন: Gautam Gambhir: 'বিশ্বকাপে নাম না ফর্ম গুরুত্বপূর্ণ?' ঈশান-রাহুলের জন্য প্রাক্তনদের মধ্যে ধুন্ধুমার