উয়েফার নিয়ম নিয়ে প্রশ্ন তুলে বসছেন গ্যারেথ বেল!
পর্তুগালের বিরুদ্ধে ইউরোর মেগা সেমিফাইনালের আগে উয়েফার নিয়ম নিয়ে প্রশ্ন তুলে বসছেন গ্যারেথ বেল। টুর্নামেন্টের নক আউট স্টেজে গ্রুপ লিগে দেখা কার্ড গ্রাহ্য হওয়া উচিত নয় বলে মনে করেন ওয়েলসের এক নম্বর তারকা। উয়েফাকে এই ব্যাপারটা বিবেচনা করতে আবেদন জানিয়েছেন বেল। দুটো করে হলুদ কার্ড দেখে থাকায় সেমিফইনালে খেলতে পারবেন না ওয়েলসের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার অ্যারন র্যামসি ও বেন ডেভিস।
ওয়েব ডেস্ক: পর্তুগালের বিরুদ্ধে ইউরোর মেগা সেমিফাইনালের আগে উয়েফার নিয়ম নিয়ে প্রশ্ন তুলে বসছেন গ্যারেথ বেল। টুর্নামেন্টের নক আউট স্টেজে গ্রুপ লিগে দেখা কার্ড গ্রাহ্য হওয়া উচিত নয় বলে মনে করেন ওয়েলসের এক নম্বর তারকা। উয়েফাকে এই ব্যাপারটা বিবেচনা করতে আবেদন জানিয়েছেন বেল। দুটো করে হলুদ কার্ড দেখে থাকায় সেমিফইনালে খেলতে পারবেন না ওয়েলসের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার অ্যারন র্যামসি ও বেন ডেভিস।
আরও পড়ুন বেলদের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা পর্তুগাল শিবিরে
একই কারণে খেলতে পারবেন না পর্তুগালের উইলিয়া কার্ভালহোও।বেলের সাফ কথা, উয়েফার এই নিয়মটা মানা খুব কঠিন। র্যামসির মতো ফুটবলার সেমিফাইনালে খেলতে পারবেন না বলে হতাশ বলে।