বেল বাজিয়ে বার্সার কফিনে শেষ পেরেক পুঁতল রিয়াল
ব্যর্থতার মরসুমের শেষ এল ক্লাসিকোতেও হারতে হল লিওনেল মেসির বার্সেলোনাকে। বুধবার কিংস কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়ে দিল বার্সেলোনাকে। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে গ্যারেথ বেলের দুরন্ত গোলে হারতে হল মেসিদের। এই ম্যাচ হারার পর আর্জেন্টিয় কোচ জেরার্ডো মার্টিনোর চাকরি হারানো কার্যত সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াল।
রিয়াল মাদ্রিদ (২) বার্সেলোনা (১)
(অ্যাঞ্জেল দি মারিয়া ১১`, গ্যারেথ বেল ৮৫`) (বার্তা-৬৮`)
--------------------------------
ব্যর্থতার মরসুমের শেষ এল ক্লাসিকোতেও হারতে হল লিওনেল মেসির বার্সেলোনাকে। বুধবার কিংস কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়ে দিল বার্সেলোনাকে। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে গ্যারেথ বেলের দুরন্ত গোলে হারতে হল মেসিদের। এই ম্যাচ হারার পর আর্জেন্টিয় কোচ জেরার্ডো মার্টিনোর চাকরি হারানো কার্যত সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াল।
চোট থাকায় এই ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো। রোনাল্ডোকে ছাড়াই দুরন্ত ছক সাজিয়েছিলেন কোচ হোসে মরিনহো। নিরপেক্ষ মাঠ ভ্যালেন্সিয়ায় মোরিনহোর থকেই বাজিমাত করল রিয়াল।
ম্যাচের ১১ মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার দি মারিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে বারতার গোলে সমতায় ফেরে বার্সা। কিন্তু বেলের গোলে শেষ অবধি শেষ হাসি হাসেন মরিনহোই।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে নামার আগে এই জয় মানসিকভাবে এগিয়ে রাখল রিয়েলকে। অন্যদিকে, নতুন মরসুমের আগে বার্সাকে আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে। সাফল্যের মহাকাশ থেকে ব্যর্থতার অন্ধকুপে ঢুকে মেসিরা কবে বেরিয়ে আসেন সেটাই দেখার।