গম্ভীর কি চিরতরে বাদ!

গৌতম গম্ভীরের জাতীয় দলের কেরিয়ার কী শেষ? পাঁচ টেস্টের সিরিজের শেষ তিনটি ম্যাচে গম্ভীরকে বাদ দেওয়ার পর প্রশ্নটা আরও প্রাসঙ্গিক হয়ে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে খারাপ পারফরম্যান্স, আর লোকেশ রাহুল চোট পেয়ে ফেরার পর গম্ভীর বিশাখাপত্তনাম টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন।

Updated By: Nov 22, 2016, 07:21 PM IST
গম্ভীর কি চিরতরে বাদ!

ওয়েব ডেস্ক: গৌতম গম্ভীরের জাতীয় দলের কেরিয়ার কী শেষ? পাঁচ টেস্টের সিরিজের শেষ তিনটি ম্যাচে গম্ভীরকে বাদ দেওয়ার পর প্রশ্নটা আরও প্রাসঙ্গিক হয়ে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে খারাপ পারফরম্যান্স, আর লোকেশ রাহুল চোট পেয়ে ফেরার পর গম্ভীর বিশাখাপত্তনাম টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন।

আরও পড়ুন- খেলার সব খবর

দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুল ব্যর্থ হলেও গম্ভীরের দলে থাকার জায়গা ছিল না। গম্ভীরের জায়গায় দলে এলেন ভূবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ছিটকে গিয়েছিলেন ভূবি। দলে শুধু এই একটিই পরিবর্তন। গম্ভীরের জায়গা ভূবি। দলে থাকলেন অমিত মিশ্র।

তৃতীয় টেস্ট আগামী শনিবার, ২৬ অক্টোবর মোহালিতে।

.