গগন নারাং: সাফল্যের খতিয়ান
দুহাজার তিন সালে অ্যাফ্রো এশিয়ান গেমসে সোনা জিতে শুরু শুটিংয়ে গগন নারাংয়ের উত্থান। তারপর দীর্ঘ প্রায় ১০ বছরের প্রতীক্ষা অলিম্পিকের মহার্ঘ্য পদকের জন্য। আর স্বপ্ন পূরণ হওয়ার পর ছেলের সাফল্যে উচ্ছ্বসিত হায়দরাবাদনিবাসী নারাং পরিবার।
দুহাজার তিন সালে অ্যাফ্রো এশিয়ান গেমসে সোনা জিতে শুরু শুটিংয়ে গগন নারাংয়ের উত্থান। তারপর দীর্ঘ প্রায় ১০ বছরের প্রতীক্ষা অলিম্পিকের মহার্ঘ্য পদকের জন্য। আর স্বপ্ন পূরণ হওয়ার পর ছেলের সাফল্যে উচ্ছ্বসিত হায়দরাবাদনিবাসী নারাং পরিবার।
জন্ম পঞ্জাবে। কিন্তু দাদুর ভিটে হায়দরাবাদে আসতে হয় খুব ছোটবেলাতেই। রাজ্য বদলাতেই বদলে গেল গগন নারাংয়ের জীবন। হায়দরাবাদে শুরু হল পড়াশুনার পাশাপাশি শুটিংয়ের পাঠ। প্রথম আন্তর্জাতিক সাফল্য আসে ২০০৩ সালে। মাত্র ২০ বছর বয়সে অ্যাফ্রো এশিয়ান গেমসে সোনা জেতেন গগন নারাং। সেখান থেকেই শুরু গগনের গগনচুম্বী সাফল্যের দিকে একধাপ এগিয়ে যাওয়া। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু সাফল্য এলেও অলিম্পিকের মহামূল্যবান পদক ছিল অধরাই। যদিও কমনওয়েলথ গেমসে অভিনব বিন্দ্রাকে টপকে ৪টি সোনা জেতা গগন হয়ে উঠেছিলেন অলিম্পিকে পদকের অন্যতম দাবিদার। শুধু দেশের মাটিতে কমনওয়েলথ গেমসে পদক জয়ই নয়, শুটিংয়ের বিশ্বকাপে বেজিং অলিম্পিকের পর থেকে গগন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ২০০৮ ও ২০১২ সালে সোনা এবং ২০০৮, ২০০৯, ২০১০ সালে ব্রোঞ্জ জিতে গগন যেন তৈরিই হচ্ছিলেন অলিম্পিক পদকের জন্য। অবশেষ স্বপ্নপূরণ হল আজ।
গত অলিম্পিকে বন্ধু অভিনব বিন্দ্রা সোনা জেতার পর নিজের মধ্যে জেদটা আরও বাড়তে থাকল গগনের। জাতীয় শুটিং মহলের দাবি ছিল,অভিনব বিন্দ্রার থেকে অনেক বেশি প্রতিভাধর শুটার গগন নারাং। কিন্তু প্রতিভা অনুযায়ী সাফল্য আসছিল না বলে হতাশ ছিলেন গগন স্বয়ং। অবশেষে এল ব্রোঞ্জ পদক। গগন নারাংয়ের সাফল্যে খুশি হায়দরাবাদে তাঁর পরিবারও।
এদিকে গগন নারাংয়ের ব্রোঞ্জ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। হরিয়ানা সরকার ঘোষণা করেছে এক কোটি টাকা পুরস্কার।