Raphael Varane: ফ্রান্স ভেবেছিল অধিনায়ক করবে তাঁকে! সবাইকে চমকে অবসর ঘোষণা ভারানের

French World Cup Winner Raphael Varane Announces International Retirement: হুগো লরিসের পর ফ্রান্স টিমের ব্য়াটন উঠবে কার হাতে? ফরাসি ফুটবল ভাবছিল যে, রাফায়েল ভারানকেই সেই গুরুদায়িত্ব দেওয়া যেতে পারে। ভারান সবাইকে চমকে দিয়ে দেশের জার্সিই তুলে রাখলেন।  

Updated By: Feb 2, 2023, 07:26 PM IST
Raphael Varane: ফ্রান্স ভেবেছিল অধিনায়ক করবে তাঁকে! সবাইকে চমকে অবসর ঘোষণা ভারানের
অবসরের ঘোষণা করে দিলেন ভারান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফরাসি ফুটবলকে (French football) চমকে দিলেন রাফায়েল ভারান (Raphael Varane)। বৃহস্পতিবার ভরসন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন বিশ্বকাপ জয়ী তারকা ডিফেন্ডার (Raphael Varane Announces International Retirement)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ফুটবলার ২০১৮ সালে রাশিয়ায় ফ্রান্সকে ভুবনজয়ী করার নেপথ্যে বিরাট ভূমিকা নিয়েছিলেন ভারান। এক দশকেরও বেশি সময় দেশের হয়ে সার্ভিস দিয়েছেন তিনি। শততম আন্তর্জাতিক ম্যাচ থেকে সাত ম্যাচ দূরে ছিলেন তিনি। ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক ও  গোলকিপার হুগো লরিস (Hugo Lloris) গত সপ্তাহে দেশের জার্সি তুলে রাখেন। ফরাসি ফুটবল ভাবছিল যে, লরিসের উত্তরাধিকারী হিসেবে ভারানকে বেছে নিতে। কিন্তু ভারান তাঁর অবসরের সিদ্ধান্তে বড় ঝটকা দিলেন। এবার কিলিয়ান এমবাপেই (Kylian Mbappe) হতে চলেছেন ফ্রান্সের নতুন অধিনায়ক। এমনটা বলাই যায়।

আরও পড়ুনLionel Messi and Cristiano Ronaldo: চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে টপকে কোন নতুন রেকর্ড গড়লেন মেসি? জেনে নিন

ভারান তাঁর বিদায়ী বিবৃতিতে লিখেছেন, 'এক দশকেরও বেশি সময়ের ওপর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। জীবনের শ্রেষ্ঠ সম্মাগুলির মধ্যেই যা। ভীষণ স্পেশাল এই নীল জার্সি। যখনই গায়ে চাপিয়েছি, বিরাট গর্ব বোধ হয়েছে। হৃদয় উজাড় করেই মাঠে খেলেছি। অনেক মাস ধরেই অবসরের কথা ভাবছিলাম। এটাই ঠিক সময় মনে হল। যখন ছোট ছিলাম তখন ফ্রান্সের ৯৮-এর দলকে ফলো করেছিলাম। ওই প্লেয়াররাই আমাদের অবর্ণনীয় আবেগে মুড়ে রেখেছিলেন। স্বপ্ন দেখেছিলাম নায়ক হওয়ার। ২০ বছর পর সেই স্বপ্নপূরণ হয়। জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। যার জন্য আমি সত্যিই গর্বিত। আমরা কাপটা ঘরে নিয়ে এসেছি। সেটা কখনই ভুলব না। আমি এখনও ওই দিনের প্রত্যেকের আবেগমাখা মুখগুলো ভুলতে পারিনি। ২০১৮ সালের ১৫ জুলাই ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।' গতবছর ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপে রানার্স হয়েছেন তিনি। তার আগে ২০২০-২১ মরসুমে উয়েফা নেশনস লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.