করোনার প্রকোপ বৃদ্ধি পেলেও দর্শকদের নিয়েই হবে ফরাসি ওপেন
সূচি অনুসারে মে মাসে তা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায়।
নিজস্ব প্রতিবেদন : ফ্রান্সে সম্প্রতি বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। সে দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেলেও বিশ্ব টেনিসের অন্যতম গ্র্যান্ড স্লাম ফরাসি ওপেন আয়োজন করবে কর্তৃপক্ষ। এমনকি মাঠে দর্শক প্রবেশের অনুমতিও দিচ্ছেন আয়োজকরা।
বরাবরের মতো প্যারিসের রোলা গারোঁয় ক্লে-কোর্টে আয়োজিত হবে এই গ্র্যান্ড স্লাম। সূচি অনুসারে মে মাসে তা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায়। সম্প্রতি ফ্রেঞ্চ ওপেনের সময়সূচি প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের ফরাসি ওপেন।
“We want our tournament to be truly remarkable and to set an example”
Jean-François Vilotte, Director General of the FFT, explains the health and safety protocol for the 2020 Roland-Garros tournament https://t.co/4qTcJHquau
— Roland-Garros (@rolandgarros) September 7, 2020
সেই সঙ্গে দর্শকদের প্রবেশের বিষয়টিও নিশ্চিত করেছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের সভাপতি বার্নার্স গিডেসেলি। ফ্রান্স সরকার ফরাসি ওপেন চলাকালীন স্টেডিয়ামগুলোতে একসঙ্গে সর্বোচ্চ পাঁচ হাজার দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছে। যদিও স্টেডিয়ামের ৫০ থেকে ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে চেয়েছিল সে দেশের টেনিস ফেডারেশন। প্রাথমিকভাবে প্রতিদিন কুড়ি হাজার সমর্থককে স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি দিতে চেয়েছিল আয়োজকরা। কিন্তু নতুন স্বাস্থ্য বিধি অনুযায়ী ফ্রেঞ্চ ওপেনের তিনটি মূল কোর্টে প্রতিদিন হাজার পাঁচেক দর্শক খেলা উপভোগ করতে পারবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- পন্থের ছক্কায় শারজায় ফিরে এল ২২ বছর আগেকার সৌরভের 'বাপি বাড়ি যা'