লাল সুর্কির কোর্টে গ্ল্যামারের রোশনাই ছড়িয়ে ফাইনালে মাশা

ফ্রেঞ্চ ওপেন ফাইনালে গ্ল্যামারের রোশনাই। সেমিফাইনালে কানাডার ইউজিন বুকার্ডকে ৪-৬, ৬-৭, ৭-৫, ৬-২ হারিয়ে মেয়েদের ফাইনালে পৌঁছে গেলেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। লাল সুর্কির কোর্টে খেতাব থেকে আর মাত্র এক ম্যাচ দূরে মাশা। ফাইনালে তাঁর সামনে সিমন হালেপ বা অ্যান্দ্রিয়া পেতকোভিক ম্যাচের বিজয়ী।

Updated By: Jun 5, 2014, 10:14 PM IST

ফ্রেঞ্চ ওপেন ফাইনালে গ্ল্যামারের রোশনাই। সেমিফাইনালে কানাডার ইউজিন বুকার্ডকে ৪-৬, ৬-৭, ৭-৫, ৬-২ হারিয়ে মেয়েদের ফাইনালে পৌঁছে গেলেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। লাল সুর্কির কোর্টে খেতাব থেকে আর মাত্র এক ম্যাচ দূরে মাশা। ফাইনালে তাঁর সামনে সিমন হালেপ বা অ্যান্দ্রিয়া পেতকোভিক ম্যাচের বিজয়ী।

এবারের অঘটনের ফরাসী ওপনে মহিলাদের বিভাগে একমাত্র উজ্জ্বল তারা মাশা। আজ সেমিফাইনালে ২০ বছরের কানাডিয়ানের কাছে প্রথম সেট খুইয়ে আরও একটা অঘটনের ইঙ্গিত দিচ্ছিলেন রুশ সুন্দরী। কিন্তু ২০১২ সালের চ্যাম্পিয়ন দ্বিতীয় সেট থেকে নিজের ছন্দে ফিরে আসেন। অভিজ্ঞতা আর প্রতিভার জেরে জিতে নেন বাকি তিনটে সেট। ফাইনালে উঠতে মাশা সময় নেন ২ ঘণ্টা ২৭ মিনিট।

অন্যদিকে জুলিয়া গরগেস-নেনাদ জিমোনিচ জুটিকে হারিয়ে ফরাসি ওপেনের মিক্সড ডাবলস জিতলেন আনা লেনা গ্রনফেল্ড-জুলিয়া রোজেন জুটি।

.