চতুর্থ গেমে ফিনিক্স আনন্দের দাপটে ড্র করতে বাধ্য হলেন কার্লসেন

তৃতীয় গেমেই ঘুরে দাঁড়িয়েছিলেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ গেমে আরও আত্মবিশ্বাসী দেখা গেল বিশ্বনাথন আনন্দকে। কার্যত তাঁর দাপটের সামনে ড্র করতে বাধ্য হলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। বুধবারের পর বারো গেমের  চ্যাম্পিয়নশিপে দুজনেরই ঝুলিতে এল দুই পয়েন্ট। রাশিয়ার সোচিতে বুধবারের গেমটি শেষ হয় প্রায় তিন ঘণ্টায়। কালো ঘুঁটি নিয়ে আনন্দের সাত চল্লিশটি মুভে কোনঠাসা হয়ে পড়েন কার্লসেন।

Updated By: Nov 13, 2014, 09:14 AM IST
চতুর্থ গেমে ফিনিক্স আনন্দের দাপটে ড্র করতে বাধ্য হলেন কার্লসেন

সোচি: তৃতীয় গেমেই ঘুরে দাঁড়িয়েছিলেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ গেমে আরও আত্মবিশ্বাসী দেখা গেল বিশ্বনাথন আনন্দকে। কার্যত তাঁর দাপটের সামনে ড্র করতে বাধ্য হলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। বুধবারের পর বারো গেমের  চ্যাম্পিয়নশিপে দুজনেরই ঝুলিতে এল দুই পয়েন্ট। রাশিয়ার সোচিতে বুধবারের গেমটি শেষ হয় প্রায় তিন ঘণ্টায়। কালো ঘুঁটি নিয়ে আনন্দের সাত চল্লিশটি মুভে কোনঠাসা হয়ে পড়েন কার্লসেন।

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে আগেই ঘুরে দাঁড়িয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। মঙ্গলবার তৃতীয় গেমে সাদা গুটি নিয়ে খেলে ম্যাগনাস কার্লসনকে হারিয়ে দিলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। দ্বিতীয় গেমে কার্লসনের কাছে হেরে পিছিয়ে পড়েছিলেন আনন্দ। তৃতীয় গেমে ঘুরে দাঁড়িয়ে সর্বকালের অন্যতম সেরা এই দাবাড়ু। মঙ্গলবার আনন্দ জিতে যাওয়ায় বারো গেমের চ্যাম্পিয়নশিপে তৃতীয় গেমের শেষে দেড় পয়েন্টে দাঁড়িয়ে আনন্দ ও কার্লসন।

.