Ram Mandir: দেশের চর্চিত নির্মাণে পাক তারকার আগুনে পোস্ট, ঘুরিয়ে দিল নেটপাড়ার আলোচনার মোড়

Former Pakistani cricketer gave statement on Ram Temple: প্রাক্তন পাক তারকা রাম মন্দির নিয়ে একটাই পোস্ট করলেন। আর তাতেই জয় করে নিলেন সোশ্যাল মিডিয়ার মন।

Updated By: Jan 19, 2024, 03:30 PM IST
Ram Mandir: দেশের চর্চিত নির্মাণে পাক তারকার আগুনে পোস্ট, ঘুরিয়ে দিল নেটপাড়ার আলোচনার মোড়
দানিশের পোস্ট ঘিরে ঝড়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২২ জানুয়ারি সেই মাহেন্দ্রক্ষণ। অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir Pran Pratishtha Ceremony)। অযোধ্য়ায় এখন সাজো সাজো রব। রাজসূয় যজ্ঞকে ঘিরে গোটা দেশ জুড়ে চলছে আলোচনা। সোশ্যাল মিডিয়াতেও শুধুই এখন রাম মন্দির নিয়ে চর্চা। আর এসবের মাঝেই পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার হৃদয় জয় করে নিলেন তাঁর পোস্টে। কথা হচ্ছে স্পিনার দানিশ কানেরিয়াকে (Danish Kaneria) নিয়ে। তাঁর পুরো নাম-দানিশ প্রভা শঙ্কর কানেরিয়া। সিন্ধু প্রদেশের করাচিতে জন্মগ্রহণকারী ও মারোয়াড়ি হিন্দু বংশোদ্ভূত ক্রিকেটার তিনি। যিনি অকপটে বলেন, 'সবার আগে সনাতন ধর্ম'। এহেন কানেরিয়া তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটারে) রামলালার মূর্তির ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'আমার রামলালা বিরাজমান হলেন।'

আরও পড়ুন: East Bengal vs Mohun Bagan Super Giant LIVE Streaming info: কখন কোথায় কীভাবে দেখবেন মহারণ, দেখে নিন সব রাস্তা

শুক্রবার অর্থাৎ আজ উদ্বোধনের আগেই প্রকাশ্যে এসেছে রামলালার মূর্তির প্রথম ছবি। রামলালার যে ছবি সামনে এসেছে, তাতে তাঁর মুখ ও হাত হলুদ রঙের কাপড়ে ঢাকা এবং শরীর আবৃত সাদা রঙের কাপড়ে। এই মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের ভাস্কর অরুণ যোগরাজ। চার ঘণ্টা ধরে পুজোপাঠের পর অযোধ্যার মহাযজ্ঞে এগিয়েছে আরও এক ধাপ। রামমন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত হয়েছেন রামলালা। দানিশ কিন্তু একজন ধর্মপ্রাণ হিন্দু। সম্প্রতি পাকিস্তানে নবরাত্রিতে তিনি দুর্গা আরাধনা করেছিলেন। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল। এমনকী দশেরাতেও রামের ছবি পোস্ট করে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন। দানিশ ২০০০-২০১০ পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৬১টি টেস্ট (২৬১ উইকেট) ও ১৮টি ওয়ানডে (১৫ উইকেট) খেলেছেন। কানের

রামমন্দির উদ্বোধন ঘিরেই শহরে একের পর এক উন্নয়নমূলক কর্মযজ্ঞ হয়ে চলেছে। নতুন হোটেল, নতুন আবাসন প্রকল্প। সবমিলিয়ে রামমন্দির ঘিরেই অযোধ্যা একটি 'হাব'-এর চেহারা নিচ্ছে। ইতিমধ্যেই অযোধ্যায় নতুন বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বই, দিল্লি ও দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে বিমানপথে জুড়ছে অযোধ্যা। সংস্কার করা হয়েছে অযোধ্যার রেলস্টেশনেরও। শুক্রবার থেকে চালু হচ্ছে চপার পরিষেবাও। লখনউ থেকে অযোধ্যা পর্যন্ত চালু হবে এই চপার পরিষেবা। এর পাশাপাশি অযোধ্যায় সরযূ নদীর তীরে গড়ে উঠছে অনেক পাঁচতারা হোটেল। ছোট ও বড় মিলিয়ে  কম করে ১১০ জন হোটেল ব্যবসায়ী অযোধ্য়ায় ইতিমধ্য়েই জমি কিনেছেন। এমনকি মন্দির থেকে ১৫ মিনিটের দূরত্বে একটি বিলাসবহুল এনক্লেভ কিনেছেন বিগ বি অমিতাভ বচ্চনও। নাম 'দ্যা সরযূ'। 

আরও পড়ুন:T20 World Cup 2024: 'সবাইকে খুশি করা যাবে না', বিশ্বকাপে ৮-১০ জন চূড়ান্ত! বিরাট আপডেট দিলেন রোহিত

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

.