দিল্লিতে ট্রায়াল চলাকালীন দুষ্কৃতীদের হাতে নিগৃহীত প্রাক্তন জাতীয় ক্রিকেটার!

ট্রায়াল চলাকালীন তাঁর উপর চড়াও হয় এক দল অজ্ঞাত পরিচয় যুবক৷

Updated By: Feb 12, 2019, 06:52 AM IST
দিল্লিতে ট্রায়াল চলাকালীন দুষ্কৃতীদের হাতে নিগৃহীত প্রাক্তন জাতীয় ক্রিকেটার!

নিজস্ব প্রতিবেদন : ট্রায়ালে এসে দলে সুযোগ না পাওয়ায় নির্বাচক কমিটির প্রধানকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল রাজধানীতে। সোমবার দিল্লির স্টিফেন গ্রাউন্ডে মুস্তাক আলি ট্রফির জন্য অনূর্ধ্ব ২৩ দলের ট্রায়াল নিতে গিয়েছিলেন ডিডিসিএ সিনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান প্রাক্তন জাতীয় ক্রিকেটার অমিত ভান্ডারী৷ ট্রায়াল চলাকালীন তাঁর উপর চড়াও হয় এক দল অজ্ঞাত পরিচয় যুবক৷ হকি স্টিক ও লোহার রড দিয়ে তাঁর মাথায় ও কানের পাশে সজোরে আঘাত করা হয়৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে সন্ত পরমানন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রজত শর্মা জানান, "এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি, তা হল ট্রায়াল চলাকালীন ভান্ডারীর উপর আঘাত হানা হয়৷ ঘটনার কারণ হিসেবে জাতীয় অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের দলে সুযোগ না পাওয়ায় একজন খেলোয়াড়ও জড়িত রয়েছে বলে জানা গিয়েছে৷" ডিডিসিএ-র এক আধিকারিক জানান, "আমরা কয়েকজন সেই সময় লাঞ্চ করতে গিয়েছিলাম৷ সে সময় ভান্ডারী অন্য নির্বাচকদের সঙ্গে ট্রায়াল ম্যাচ দেখছিলেন৷ ছিলেন সিনিয়র দলের কোচ মিঠুন মানহাসও৷ পরে শুনি, দু'জন এসে ভান্ডারীর সঙ্গে তর্কাতর্কি শুরু করে৷ পরে তারা চলে যায়৷ কিন্তু কিছুক্ষণ পর ১৫ জন লোক হকি স্টিক ও রড নিয়ে এসে ভান্ডারীর উপর চড়াও হয়৷ আমরা দ্রুত সেখানে গিয়ে ভান্ডারীকে ওদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করি৷"

এদিকে অমিত ভান্ডারীকে নিগ্রহের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগ থেকে শিখর ধাওয়ান। এই ঘটনায় দু জনকে গ্রেফতার করা হয়েছে বলে দিল্লি পুলিস সূত্রে খবর।

আরও পড়ুন - ৪-এ কোহলি! শাস্ত্রীর পরিকল্পনায় সায় নেই সৌরভের

.