মাত্র ৪০-এই চলে গেলেন মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মণিতোম্বি

২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানের হয়ে খেলেছেন মণিতোম্বি।

Edited By: সুমন মজুমদার | Updated By: Aug 9, 2020, 01:05 PM IST
মাত্র ৪০-এই চলে গেলেন মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মণিতোম্বি

নিজস্ব প্রতিবেদন- মাত্র ৪০ বছর বয়সেই চলে গেলেন মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক লইশরাম মণিতোম্বি সিং। মণিপুরের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। ইম্ফলের আচানবেগেইতে জন্মেছিলেন মণিতোম্বি। আর্মি বয়েজের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এর পর কেরিয়ারের শুরুর দিকে সার্ভিসেসের হয়ে দুই মরশুম খেলেছিলেন। এয়ার ইন্ডিয়া, সালগাঁওকর এফসি ও মোহনবাগানের মতো দলের জার্সি গায়ে খেলেছেন মণিপুরের এই তারকা ফুটবলার।

২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানের হয়ে খেলেছেন মণিতোম্বি। খেলতেন মূলত রাইট ব্যাক হিসাবে। তবে কিছু ম্যাচে প্রয়োজনে তিনি মাঝমাঠের দায়িত্বও সামলেছেন। মোণিতোম্বির নেতৃত্বে মোহনবাগান ২০০৪ সালে এয়ারলাইন্স গোল্ড কাপ জেতে। বন্ধু তোম্বা সিংয়ের সঙ্গে মোহনবাগানের জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন মণিতোম্বি। ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়েও খেলেছিলেন তিনি। ২০০২ সালে স্টিফেন কনস্টানটাইনের তত্বাবধানে ঐতিহাসিক এলজি কাপেও অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলের জার্সি গায়েও খেলেছিলেন মণিতোম্বি। ভিয়েতনামকে হারিয়ে ভারতীয় দল সেবার ১৯৭১-এর পর প্রথম আন্তর্জাতিক কাপ জিতেছিল। 

আরও পড়ুন-  পাওয়া যাচ্ছে করোনা প্রতিরোধক তোশক! ব্যবহার করছেন খোদ মেসি

মণিপুরের রাজ্য লিগে ২০১২ সাল থেকে খেলেছেন তিনি। ২০১৪ সালে নেরোকা এফসির লিগ জয়ে তাঁর গুরুত্বপূ্র্ণ ভূমিকা ছিল। ২০১৫-১৬ মরশুমে তিনি আনোউবা ইমাগি মাঙ্গাই (AIM) দলে যোগ দেন। ফুটবলার হিসাবে অবসরের পর কোচ হয়েও আনোউবা ইমাগি মাঙ্গাই (AIM) দলের দায়িত্ব সামলেছেন তিনি। 

.