সচিন-বিরাট নন! ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার বেছে নিলেন সুনীল গাভাসকর

একের পর এক নজির গড়েছেন এই সব তারকা ক্রিকেটাররা। কিন্তু তাদের মধ্যে সেরা কে?

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 28, 2020, 12:20 PM IST
সচিন-বিরাট নন! ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার বেছে নিলেন সুনীল গাভাসকর
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  কপিল দেব, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি থেকে রোহিত শর্মা বিভিন্ন সময়ে টিম ইন্ডিয়ার জার্সিতে একের পর এক নজির গড়েছেন এই সব তারকা ক্রিকেটাররা। কিন্তু তাদের মধ্যে সেরা কে? ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার কে? বেছে নিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর।

সুনীল গাভাসকরের মতে, ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার কপিল দেবই। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "সবকিছুর উর্ধ্বে কপিলই। ওই ভারতের এক নম্বর। এবং এক নম্বর থেকে যাবে চিরকাল।"

তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের সমর্থনে গাভাসকর বলেন, "ব্যাট এবং বল দুই দিয়েই দেশের হয়ে ম্যাচ জিততে পারতেন কপিল। প্রয়োজনে উইকেট নিতে পারতেন। আবার শতরান করেও ম্যাচ জেতাতে পারতেন। ওর দুরন্ত ক্যাচগুলো ভুললেও চলবে না। কপিল দেব একজন সম্পূর্ণ ক্রিকেটার ছিলেন।"

আরও পড়ুন - ৫০ বছরে বিশ্ব ক্রিকেটে সেরা অধিনায়ক ধোনিই, দাবি গ্রেগ চ্যাপেলের

.