দ্বিতীয় ইনিংসে বড় রান করার পর কী বললেন অভিনব মুকুন্দ?
ওয়েব ডেস্ক: ভারতীয় টেস্ট দলে কামব্যাক করতে তাঁর লেগেছে দীর্ঘ ছ'বছর। এই গল টেস্টে ভারতীয় দলের হয়ে ওপেন করলেও, সেই জায়গা মোটেই নিশ্চিত নয় মুকুন্দের। অথচ, গল টেস্টের প্রথম ইনিংসে রান না পেলেও ওপেনার মুকুন্দ দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৮১ রানের ঝকঝকে ইনিংস। এটাই তাঁর টেস্ট কেরিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এর আগে টেস্টে অভিনব মুকুন্দের সর্বোচ্চ রান ছিল ৬২। ২০১১ সালে ডোমিনিকাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই রান করেছিলেন তিনি।
আরও পড়ুন শুধু সেঞ্চুরিই করলেন না, নয়া রেকর্ড গড়লেন ক্যাপ্টেন কোহলি
এই টেস্ট ভাল খেলার পর কী বললেন মুকুন্দ? খুবই সহজ সরল বক্তব্য তাঁর। মুকুন্দ বলেছেন, 'এই টেস্টে ভাল কিছু করার সূযোগ ছিল। পরের টেস্ট নিয়ে মোটেই চিন্তায় নেই। আমি ওপেনার হিসেবে প্রথম পছন্দ নাকি ওপেনার হিসেবে দ্বিতীয় পছন্দ, এটা কোনও বড় বিষয় নয়।একটা সূযোগ পেয়েছি। আমি শুধু সেই সূযোগটাকে কাজে লাগাতে চেয়েছি।একটা সময় ছিল যে, আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটেও কোনও দলে খেলিনি। সেইখান থেকে আজ ফের ভারতীয় দলে। আমি এটাই উপভোগ করি।ভারতীয় দলের সব সতীর্থ, কোচ, ক্যাপ্টেন এবং সাপোর্ট স্টাফরা সবাই মিলে আমাকে সাহায্য করেছে। ভাল খেলতে প্রেরণা দিয়েছে।'
আরও পড়ুন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ এবার নতুন দায়িত্বে এলেন