হাফ সেঞ্চুরি করে বক্সিং থেকে অবসর নিলেন ফ্লয়েড মেওয়েদার

Updated By: Aug 28, 2017, 11:30 AM IST
হাফ সেঞ্চুরি করে বক্সিং থেকে অবসর নিলেন ফ্লয়েড মেওয়েদার

ওয়েব ডেস্ক: হাফ সেঞ্চুরি করলেন বিখ্যাত হেভিওয়েট বক্সার ফ্লয়েড মেওয়েদার। বক্সিং রিংয়ে টানা পঞ্চাশটি বাউট জিতে অনন্য নজির গড়লেন বর্তমানে বিশ্বসেরা এই ফাইটার। জয়ের হাফসেঞ্চুরি করে কিংবদন্তি বক্সার রকি মারসিয়ানোকে টপকে গেলেন মেওয়েদার। এযুগের সবচেয়ে দামি ফাইটে মুখোমুখি হয়েছিলেন ফ্লয়েড মেওয়েদার এবং কনর ম্যাকগ্রেগর। লড়াই ছিল মানি বেল্টজিতে নেওয়ার। দশ রাউন্ডের লড়াইয়ে সেই বেল্ট জিতে মেওয়েদার বুঝিয়ে দিলেন কেন তাঁকে বিশ্বসেরা বলা হয়। অবসর ভেঙে এই বাউটে নেমেছিলেন মেওয়েদার। তাই প্রশ্ন উঠছিল তরুণ ম্যাকগ্রেগরের বিরুদ্ধে মেওয়েদার লড়াই করতে পারবেন তো? কিন্তু কার্যত সেই তারুণ্যই ডোবালো ম্যাকগ্রেগরকে। বাউট শুরু হওয়া মাত্রই অতি আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তিনি।

আরও পড়ুন ফুটবল কেরিয়ারে আরও একটা নজির গড়ে ফেললেন লিওনেল মেসি

মেওয়েদারের উপর কার্যত ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু বিন্দুমাত্র আতঙ্কিত হননি মেওয়েদার। তিনি অপেক্ষায় ছিলেন ম্যাকগ্রেগরের ক্লান্ত হয়ে পড়ার। অবশেষে তাই হল। ম্যাকগ্রেগর ক্লান্ত হতেই মাত্র দুই বাউটের মধ্যেই বাজিমাত করে ফেলেন মেওয়েদার। পঞ্চাশটি বাউট জিতে বক্সিং থেকে অবসর নিলেন তিনি। লাস ভেগাসের টি-মেবাইল এরিনাতে এই সুপারফাইট দেখতে হাজির ছিলেন ব্রুস উইলিস, মাইক টাইসনের মতো অসংখ্য তারকা।

আরও পড়ুন  শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজও জিতল ভারত

.