বিশ্বকাপের ম্যাচে আলো নিভে গেল ইডেনে

আলো নিভে গেল ইডেনে! টি২০ বিশ্বকাপের মঞ্চে ফের আর একবার লজ্জার মুখে কলকাতা তথা দেশ। আজ ইডেনে টি২০ বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউয়িরা।

Updated By: Mar 26, 2016, 06:08 PM IST
 বিশ্বকাপের ম্যাচে আলো নিভে গেল ইডেনে

ওয়েব ডেস্ক : আলো নিভে গেল ইডেনে! টি২০ বিশ্বকাপের মঞ্চে ফের আর একবার লজ্জার মুখে কলকাতা তথা দেশ। আজ ইডেনে টি২০ বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউয়িরা।

২০ ওভারের শেষ নিউজিল্যান্ড তোলে ৮ উইকেটে ১৪৫ রান। জবাবে ব্যাট করেত নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। কিন্তু খেলার যখন ১১ ওভার হয়েছে সবে। বাংলাদেশ ধুঁকছে ৬ উইকেটে ৪৫ রান করে, সেই সময় হঠাতই নিভে যায় ইডেনের ফ্লাড লাইটের আলো। তখন বাজে বিকেল ৫টা ৫০ মিনিট। খেলা বন্ধ হয়ে যায়। দু দলের ক্রিকেটাররাই মাঠ ছেড়ে চলে আসেন ডাগ আউটে। পরে অবশ্য ৬টা ১০ নাগাদ আলো চলে আসে।

.