জেনে নিন এশিয়া কাপের ক্রীড়াসূচি

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ শেষ। সামনেই টি২০ বিশ্বকাপ। না, না, ভুলে যাবেন না, এর মধ্যে রয়েছে এশিয়া কাপ। কিন্তু কবে থেকে শুরু। কবে কার খেলা, কিছুই তো জানা নেই। তাই আপনাদের জন্য এশিয়া কাপের সূচি দেওয়া হল।

Updated By: Feb 15, 2016, 03:04 PM IST
জেনে নিন এশিয়া কাপের ক্রীড়াসূচি

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ শেষ। সামনেই টি২০ বিশ্বকাপ। না, না, ভুলে যাবেন না, এর মধ্যে রয়েছে এশিয়া কাপ। কিন্তু কবে থেকে শুরু। কবে কার খেলা, কিছুই তো জানা নেই। তাই আপনাদের জন্য এশিয়া কাপের সূচি দেওয়া হল।

১৯ ফেব্রুয়ারি - কোয়ালিফাইং গ্র্রুপ, আফগানিস্থান বনাম ইউনাইটেড আরব এমিরেটস

১৯ ফেব্রুয়ারি -  কোয়ালিফাইং গ্র্রুপ, হংকং বনাম ওমান

২০ ফেব্রুয়ারি -  কোয়ালিফাইং গ্র্রুপ, আফগানিস্থান বনাম ওমান

২১ ফেব্রুয়ারি - হংকং বনাম ইউনাইটেড আরব এমিরেটস

২২ ফেব্রুয়ারি - কোয়ালিফাইং গ্র্রুপ, আফগানিস্থান বনাম হংকং

২২ ফেব্রুয়ারি - কোয়ালিফাইং গ্র্রুপ, ওমান বনাম ইউনাইটেড আরব এমিরেটস

২৪ ফেব্রুয়ারি - ভারত বনাম বাংলাদেশ - মীরপুর (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

২৫ ফেব্রুয়ারি - শ্রীলঙ্কা বনাম যোগ্যতা নির্ণায়ক দল, - মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

২৬ ফেব্রুয়ারি - বাংলাদেশ বনাম যোগ্যতা নির্ণায়ক দল, - মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

২৭ ফেব্রুয়ারি - ভারত বনাম পাকিস্তান, মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

২৮ ফেব্রুয়ারি - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

২৯ ফেব্রুয়ারি - পাকিস্তান বনাম যোগ্যতা নির্ণায়ক দল, মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

১ মার্চ - ভারত বনাম শ্রীলঙ্কা, মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

২ মার্চ - বাংলাদেশ বনাম পাকিস্তান, মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

৩ মার্চ - ভারত বনাম যোগ্যতা নির্ণায়ক দল, মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

৪ মার্চ - পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

৬ মার্চ - ফাইনাল - মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)

.