আগামী ৫ মাসে ক্রিকেটে বিজ্ঞাপনে বাজি দু হাজার কোটি টাকা

অস্ট্রেলিয়া সিরিজ শেষ এবার শুরু ভরা ক্রিকেট মরসুম। এবার পালা এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ, আইপিএল-এর। আগামী পাঁচ মাসে শুধুই ক্রিকেট। আর ক্রিকেট মানেই বিজ্ঞাপন। এই তিন মেগা ক্রিকেট টুর্নামেন্টে ২ হাজার কোটি টাকার বিজ্ঞাপনের দর উঠেছে।

Updated By: Feb 1, 2016, 01:58 PM IST
আগামী ৫ মাসে ক্রিকেটে বিজ্ঞাপনে বাজি দু হাজার কোটি টাকা

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজ শেষ এবার শুরু ভরা ক্রিকেট মরসুম। এবার পালা এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ, আইপিএল-এর। আগামী পাঁচ মাসে শুধুই ক্রিকেট। আর ক্রিকেট মানেই বিজ্ঞাপন। এই তিন মেগা ক্রিকেট টুর্নামেন্টে ২ হাজার কোটি টাকার বিজ্ঞাপনের দর উঠেছে।

২৪ ফেব্রুয়ারি থেকে শুরু এশিয়া কাপ। মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সম্ভাবনা আছে দুই দল ফাইনালে খেলার। ফলে বিজ্ঞাপনের দর বেশ চড়া। সূত্রের খবর এশিয়া কাপে মোট আড়াইশো কোটি টাকার বিজ্ঞাপন হয়েছে।

তার পরেই ৮ মার্চ থেকে ভারতে শুরু টি২০ বিশ্বকাপ। একে টি টোয়েন্টি, তার ওপর আবার বিশ্বকাপ, তাও একেবারে দেশের মাটিতে। টিভি দর্শকদের কাছে একেবারে সেরা প্রোডাক্ট। বিজ্ঞাপন থেকে উঠতে চলেছে ৫০০ কোটি টাকা।

এরপর শুরু আইপিএল নাইন। ৯ এপ্রিল থেকে শুরু টুর্নামেন্ট। টাইটেল স্পন্সর হিসেবে পেপসি শুরু আসার পর রেকর্ড দরে আসে ভিভো মোবাইল। কো স্পন্সর হিসেবে আসতে চলেছে কোকাকোলা। মোট হাজার কোটি টাকার বিজ্ঞাপন আসতে চলেছে এই টুর্নামেন্ট থেকে।

Tags:
.