১৪ বছরে এই প্রথম, IPL-এ শ্রীলঙ্কার ক্রিকেটাররা কেন ব্রাত্য?

১৪ বছর ধরে IPL Auction-এ কখনও এমন হয়নি।

Updated By: Feb 20, 2021, 02:51 PM IST
১৪ বছরে এই প্রথম, IPL-এ শ্রীলঙ্কার ক্রিকেটাররা কেন ব্রাত্য?

নিজস্ব প্রতিবেদন- ১৪ বছর ধরে IPL Auction-এ কখনও এমন হয়নি। এই প্রথম আইপিএলের নিলামে শ্রীলঙ্কার ক্রিকেটারারা ব্রাত্য। এবার চেন্নাইতে আইপিএল নিলামে শ্রীলঙ্কার ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি। রাজস্থান রয়্য়ালসের (Rajsthan Royals) ডায়রেক্টর অফ ক্রিকেট কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara) নিজেদের দেশের ক্রিকেট বোর্ডকে দায়ি করেছেন। তিনি বলেছেন, ''শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার ভেবে-চিন্তে করলে ক্রিকেটাররা নির্দ্বিধায় আইপিএল খেলতে পারত।''

গত বছর আইপিএলে শ্রীলঙ্কার দুজন ক্রিকেটার লাসিথ মালিঙ্গা ও ইসুরু উদানা ছিলেন। সঙ্গাকারা এদিন আরও বলেন, ''শ্রীলঙ্কা ক্রিকেটে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তাঁরা এখন শ্রীলঙ্কা প্রিমিয়র লিগে খেলে। তবে আমাদের বোর্ডের আরও ভেবে-চিন্তে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার করা উচিত। আসলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আইপিএলের গোটা টুর্নামেন্টে পাওয়া যাবে কি না, তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ফলে কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের নিতে চায়নি। না হলে শ্রীলঙ্কা ক্রিকেটারদের দলে না নেওয়ার অন্য কোনও কারণ নেই।''

আরও পড়ুন-  IPL 2021: একটি শহরেই টুর্নামেন্টের সব ম্যাচ! দিল্লির কর্ণধারের ইঙ্গিত ঘিরে জল্পনা

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে IPL খেলাটাও ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ। সঙ্গাকারা এমনই মনে করেন। নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড এদিক থেকে ক্রিকেটারধের সঙ্গে সহযোগিতা করেছে। ২ জুন থেকে England-এর বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে নিউ জিল্য়ান্ড। তা ছাড়া আইপিএল চলাকালীন তাঁদের T-20 লিগ চলার কথা। তবে বোর্ড জানিয়েছে, তারা নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলে খেলতে বাধা দেবে না। 

.