আইপিএলের শুরুতে নেই ফিঞ্চ

আইপিএলের প্রথম ম্যাচেই অ্যারোন ফিঞ্চকে পাবে না কিংস ইলেভেন পাঞ্জাব, অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলস পাবে না গ্লেন ম্যাক্সওয়েলের সার্ভিস।

Updated By: Feb 15, 2018, 01:50 PM IST
আইপিএলের শুরুতে নেই ফিঞ্চ
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: আইপিএল ২০১৮-র শুরুতেই দেখা যাবে না অজি ক্রিকেটার অ্যারোন ফিঞ্চকে। শুধু ফিঞ্চ নয়, পাওয়া যাবে না ম্যাক্সওয়েলকেও। প্রথম ম্যাচেই অ্যারোন ফিঞ্চকে পাবে না কিংস ইলেভেন পঞ্জাব, অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলস পাবে না গ্লেন ম্যাক্সওয়েলের সার্ভিস। চোট সমস্যা নয়, তবে কী কারণে পাওয়া যাবে না ফিঞ্চ এবং ম্যাক্সিকে?

বুধবারই আইপিএলের সূচি প্রকাশ হয়ে গেছে।৭ এপ্রিল শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর ওই দিনই বান্ধবী অ্যামি গ্রিফিতসের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অজি ক্রিকেটার অ্যারোন ফিঞ্চ। আর সেই বিবাহ অনুষ্ঠানের দেখাশোনার দায়িত্ব বন্ধু ম্যাক্সওয়েলকে দিয়েছেন ফিঞ্চ। আইপিএলের সূচি অনুযায়ী ৮ এপ্রিল, ফিঞ্চের কিংস ইলেভেন পঞ্জাব মুখোমুখি হবে ম্যাক্সওয়েলের দিল্লি ডেয়ারডেভিলসের। ফলে প্রথম ম্যাচে পাঞ্জাব ও দিল্লি কেউই ফিঞ্চ এবং ম্যাক্সওয়েলকে পাবে না।পরের ম্যাচে অবশ্য দুই ফ্র্যাঞ্চাইজি দলই দুই অজি তারকাকে পেয়ে যাচ্ছে।

আরও পড়ুন- আইপিএলের সূচি: বোধনেই মুম্বই-চেন্নাই টক্কর

ফিঞ্চ অবশ্য কিংসদের কোচ প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার ব্র্যাড হজের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে নিয়েছেন। ম্যাক্সওয়েলের ক্ষেত্রেও অবশ্য কোনও সমস্যা নেই দিল্লির মেন্টর রিকি পন্টিংয়ের। পন্টিংয়ের সঙ্গে বেশ ভালোই সম্পর্ক ম্যাক্সির। তাই একটি মাত্র ম্যাচ না খেললে খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারোন ফিঞ্চ দু'জনেই।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায় 

.