Watch | Neymar: তাঁর তো পায়ে চোট, কখনও কাতারের রাস্তায়, কখনও স্টেডিয়ামে! ভক্তরা নিলেন কার পিছু?
Neymar: আসল নেইমার নেই, নকল নেইমারই সই! কাতারে ফ্যানদের মাত করে দিলেন নেইমারের অবিকল সোসিয়া ডোনে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil) কাতারেও (FIFA World Cup 2022) কাপ জয়ের অন্যতম দাবিদার। 'অন আ হেক্সা' মিশনে সেলেকাওরা। ইতিমধ্যেই লাতিন আমেরিকার ফুটবল খেলিয়ে দেশ এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। ব্রাজিল গত ম্যাচে ১-০ গোলে সুইৎজারল্যান্ডকে (Brazil vs Switzerland) হারিয়ে শেষ ষোলোর টিকিট কনফার্ম করেছে। এই ম্যাচে পায়ের চোটের জন্য খেলা হয়নি দলের স্টার ফুটবলার নেইমারের (Neymar)। আগামী শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচেও খেলবেন না নেইমার। ব্রাজিল শিবির আগেই জানে সে কথা। সম্ভবত শেষ ষোলোয় ফের দেখা যেতে পারে নেইমারকে। এমনটাই খবর এখনও পর্যন্ত।
নেইমার ব্রাজিলের জার্সিতে খেলছেন না ঠিকই, তবে তিনি আনন্দে ঘুরে বেড়াচ্ছেন কাতারের রাস্তায়, তো কখনও চলে আসছেন স্টেডিয়ামে দর্শকদের মাঝে। তাঁকে ঘিরে সেলফি-সুনামি, উঠছে দেদার ভিডিয়ো। ফ্যানরা উদ্বেল হয়ে পড়ছেন নেইমারকে দেখেই। তবে এই নেইমার আসল নেইমার নন, তিনি 'নকল নেইমার'! তাঁর নাম সোসিয়া ডোনে। ইনস্টাগ্রামে সাড়ে আট লক্ষ মানুষ তাঁকে ফলো করেন। নিয়মিত নেইমার সেজে তিনি ভিডিয়ো পোস্ট করেন। আর বহু মানুষ তাঁকে দেখে আসল নেইমার ভেবে ভুল করে বসেন। ব্রাজিল ২-০ ব্যবধানে সার্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছিল। আর এই ম্যাচের ৮০ মিনিটেই চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন নেইমার। লুসেল স্টেডিয়ামে প্যারিসি সাঁ জাঁ-র তারকাকে ভয়ংকর ট্যাকেল করেছিলেন সার্বিয়ার সেন্টার ব্যাক নিকোলা মিলেনকোভিচ। যার জন্য নেইমারকে চলে আসতে হয় সাইডলাইনে। নেইমারের গোড়ালি অনেকটা ফুলে যায়। পা ফেলাই কার্যত সমস্যার হয়ে যায়। তবে নেইমার মনে করছেন যে, তিনি দ্রুত ফিরে আসবেন মাঠে। আশায় সমর্থকরাও।
আরও পড়ুন: Watch | Brazil: 'গল্পেরা ওই ঘাসে, তোর টিমে, তোর পাশে'! গোলকিপারের কাঁধে চেপে এলেন আহত ড্যানিলো
আরও পড়ুন: Watch | Ronaldo | Rodrygo: কিংবদন্তি নিচ্ছেন তাঁর সাক্ষাৎকার! আবেগি রডরিগো পা ছুঁয়ে নিলেন আশীর্বাদ
সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছিল ৬২ মিনিট পর্যন্ত। এবার গোল এল ৮৩ মিনিটে। কাসেমিরোর পা থেকে। বল জালে ঢুকতেই দুলে উঠেছিল অগণিত হলুদ জার্সি গায়ে চাপানো সমর্থক ঠাসা স্টেডিয়াম ৯৭৪-এর গ্যালারি। অবশেষে গোল করল ব্রাজিল। বাঁ প্রান্ত ধরে ভিনিসিয়াস-রদ্রিগো যুগলবন্দিতে বক্সের মধ্যে বল পান কাসেমিরো। ডান পায়ে জোরালো শট মারেন তিনি। সুইৎজারল্যান্ডের ডিফেন্ডারের শরীরে লেগে সেই বল জালে জড়িয়ে যায়। কিছু করার ছিল না সোমারের। এর আগে অবশ্য আরও একটা গোল পেয়েছিল ব্রাজিল। ৬৪ মিনিটে। ভিনিসিয়াসের পা থেকে। কিন্তু 'ভার'-এর সাহায্যে সেই গোল বাতিল করে দিলেন রেফারি। ভিনিসিয়াস অফসাইডে না থাকলেও গত ম্যাচের জোড়া গোলদাতা রিচার্লিসনের ভুলের খেসারত দিতে দলকে।
আরও পড়ুন: Ronaldo | Neymar: নেইমারের সমালোচকদের একা বুঝে নিলেন রোনাল্ডো! বিধ্বংসী পোস্টে জ্বাললেন আগুন
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)