শেষ চারের লড়াইয়ে কে কার মুখোমুখি ?
শেষ চারের লড়াইয়ে কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে জেনে নিন ভারতীয় সময়ে...
নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপে শেষ আটের লড়াই শেষ। আটটি দল থেকে বিদায় নিয়েছে চারটি দল। আর বাকি চারটি দল এবার মুখোমুখি হবে শেষ চারের লড়াইয়ে। ১০ এবং ১১ জুলাই বিশ্বকাপের দু'টি সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন - রাশিয়ার স্বপ্ন থামিয়ে বিশ্বকাপের শেষ চারে ক্রোয়েশিয়া
বিশ্বকাপ না ইউরো কাপ? মাঝে মাঝে এই প্রশ্ন জাগছে মনে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সুয়ারেজের উরুগুয়ে, নেইমারের ব্রাজিল। বিদায় নিয়েছে আয়োজক রাশিয়াও। ২৮ বছর পর বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড। ২০ বছর বাদে সেমি ফাইনালে ক্রোয়েশিয়া। '৮৬-র পর আবার সেমি ফাইনালে উঠেছে বেলজিয়াম। '৯৮-র পর আবার বিশ্বকাপ জয়ের হাতছানি ফ্রান্সের সামনে। শেষ চারের লড়াইয়ে কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে জেনে নিন ভারতীয় সময়ে:
শেষ চারের লড়াই (সেমি ফাইনাল) | |||
দিনক্ষণ | মুখোমুখি | ভেন্যু | সময় |
১০ জুলাই, মঙ্গলবার | ফ্রান্স বনাম বেলজিয়াম | সেন্ট পিটার্সবার্গ | রাত ১১.৩০ |
১১ জুলাই, বুধবার | ক্রোয়েশিয়া বনাম ইংল্যান্ড | মস্কো | রাত ১১.৩০ |
And then, there was four...
TUE: #FRABEL
WED: #CROENG #WorldCup pic.twitter.com/a9q9bNx9oe— FIFA World Cup (@FIFAWorldCup) July 7, 2018