চিলির ফুটবলাররা জাতীয় সঙ্গীত নিয়ে যা করল, তা গর্বিত করেছে সবাইকে

Updated By: Oct 9, 2017, 01:13 PM IST
চিলির ফুটবলাররা জাতীয় সঙ্গীত নিয়ে যা করল, তা গর্বিত করেছে সবাইকে

ওয়েব ডেস্ক: রবিবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল, যুবভারতী ক্রীড়াঙ্গন। ফুটবল বিশ্বকাপের ম্যাচও হয়ে গেল, কলকাতা তথা ভারতের গর্বের স্টেডিয়ামে। হাজার-হাজর ফুটবলপ্রেমী মাঠ ভরালেন খেলা দেখতে। আর ঐতিহাসিক বিশ্বকাপের প্রথম ম্যাচে আরও একটা দারুণ জিনিসের সাক্ষী থাকলেন, এই শহরের ফুটবলপ্রেমীরা। যা, শেখারও বটে। আবার ভাললাগারও। ফিফার নিয়ম অনুযায়ী কোনও ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত বাজে ৯০ সেকেণ্ড করে। কিন্তু, চিলির জাতীয় সঙ্গীত ১২০ সেকেণ্ড বা ২ মিনিটের।

আরও পড়ুন দেশে ফেরার সময় ভারতকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন স্টিভ স্মিথ

ওই হিসেব মতোই রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে চিলির জাতীয় সঙ্গীতও বাজানো হয়। এবং ৯০ সেকেণ্ডের মাথায় চিলির জাতীয় সঙ্গীতকে থামিয়েও দেওয়া হয়। কিন্তু, তাতে মোটেও দমে যায়নি চিলির তরুণ ফুটবলাররা। মাইকে জাতীয় সঙ্গীত থেমে যাওয়ার পরও চিলির ফুটবলাররা জোরে জোরে গেয়েই নিজেদের দেশের জাতীয় সঙ্গীত পুরোটা শেষ করে। ম্যাচের পর চিলির মিডিয়া ম্যানেজার ওয়ালেস্কা ফুচস্লোচার বলেন, 'হিমনো ন্যাশিওনাল দ্য চিলে, আমাদের জাতীয় সঙ্গীত। ম্যাচ শুরুর আগে, এই জাতীয় সঙ্গীত পর্বটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এবং, আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের দেশকে সম্মান জানাতে পারি। আমাদের ছেলেরা সেই সুযোগটাই কখনও হারাতে চায় না।' ম্যাচে হয়তো ইংল্যান্ড ৪-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে চিলিকে। কিন্তু, চিলির অনূর্ধ্ব-১৭ ফুটবলাররা মন জিতে নিল কোটি কোটি ফুটবলপ্রেমীদের।

আরও পড়ুন  ধোনির মেয়ে জিভার সঙ্গে বিরাটের এই ভিডিও এখন ভাইরাল

.