মার্কিন ‌যুক্তরাষ্ট্রের কাছে হার অতীত, সোমবার টিকে থাকার লড়াই ভারতের

Updated By: Oct 8, 2017, 07:54 PM IST
মার্কিন ‌যুক্তরাষ্ট্রের কাছে হার অতীত, সোমবার টিকে থাকার লড়াই ভারতের

ওয়েব ডেস্ক: মার্কিন ‌যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হারের স্মৃতি ভুলে ভারতের ফোকাসে এখন কলম্বিয়া। ধারে ভারে অনেকটাই শক্তিশালী টিম কলম্বিয়া। তার উপরে এই ম্যাচে হারলেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে টিম ইন্ডিয়াকে। ফলে সোমবার অমরজিতদের জন্য অপেক্ষা করছে একটা ডু অর ডাই ম্যাচ।

বিশ্বকাপের প্রস্তুতির সময় কলম্বিয়ার সঙ্গে পরিচিত হওয়ার সু‌যোগ হয়েছিল ভারতীয় দলের। ব্যাস ওইটুকুই। সোমবার লাতিন আমেরিকার চিমটি কী মূর্তি ধরবে তা ম্যাচ শুরুর পরই বোঝা ‌যাবে। তবে ভারতীয় দলের কোচ নর্টন দে মাতোসের দাবি সোমবারের ম্যাচে শেষপ‌র্যন্ত লড়াই করবে ভারত।

কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ ‌যে সহজ হবে না তা মানছেন ভারতীয় দলের মিডফিল্ডার সুরেশ। তবে ম্যাচে জিতলে অক্সিজেন পেয়ে ‌যাবেন ভারতীয় ফুটবল প্রেমীরা।

আরও পড়ুন-১২১ কোটি টাকার নতুন যুবভারতী, কী কী থাকছে জেনে নিন

.