বিশ্বকাপে মেসি-রোনাল্ডোদের টিম বাসের স্লোগান প্রকাশ করল ফিফা
প্রতিটি বাসে একদিকে সেই দেশের ভাষায় লেখা থাকবে স্লোগান, অন্যদিকে ইংরাজিতে লেখা থাকবে স্লোগান।
নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দেশের টিম বাসে কী স্লোগান লেখা থাকবে? টুইটারে ফুটবলপ্রেমীদের ভোটিংয়ের মাধ্যমে প্রতিটি দলের টিম বাসের স্লোগান চূড়ান্ত করে ফেলল ফিফা।
WE HAVE OUR WINNERS
The 32 slogans to be emblazoned across the team buses, thanks to #BeThere with @Hyundai_Global!
It also means 32 winning entrants will be going to Russia for the #WorldCup!
https://t.co/3BRSOZs8PJ pic.twitter.com/W3XHeunpWp
— FIFA World Cup (@FIFAWorldCup) May 24, 2018
* আয়োজক রাশিয়ার টিম বাসে লেখা থাকবে, 'প্লে উইথ এন ওপেন হার্ট'।
* নেইমারের ব্রাজিলের বাসে পর্তুগিজে যা লেখা থাকবে তার ইংরেজিতে এই রকম- 'মোর দ্যান ফাইভ স্টারস, ২০০ মিলিয়ন হার্টস'।
* লিও নেল মেসিদের বাসের স্লোগান, 'টুগেদার ফর আ ড্রিম'।
* ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বাসে লেখা থাকবে, 'দ্য পাস্ট ইজ গ্লোরি, দ্য প্রেজেন্ট ইজ হিস্ট্রি'।
* বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির টিম বাসে থাকছে ইতিহাসের উল্লেখ। লেখা থাকবে, 'লেটস রাইট হিস্ট্রি টুগেদার'।
* ইনিয়েস্তাদের টিম বাসের স্লোগান, 'টুগেদার উই আর ইনভিনসিবেল'।
* ইংল্যান্ডের বাসে লেখা থাকবে 'সেন্ড আস ভিক্টোরিয়াস'।
* পোগবার ফ্রান্সের বাসে ফরাসি ভাষায় যেটা লেখা থাকবে তা ইংরেজিতে - 'ইউর স্ট্রেন্থ, আওয়ার প্যাশন! কাম অন লে ব্লুস'।
* মোহামেদ সালহাদের বাসে লেখা থাকবে , 'হোয়েন ইউ সে ফারাওস, দ্য ওয়ার্ল্ড মাস্ট গেট আপ অ্যান্ড লিসেন'।
* দক্ষিণ কোরিয়ার টিম বাসে লেখা থাকবে , 'টাইগারস অব এশিয়া, কনকার দ্য ওয়ার্ল্ড'।
আরও পড়ুন- চোট সারিয়ে বিশ্বকাপের আগে চেনা ছন্দে ফিরছেন নেইমার
প্রতিটি বাসে একদিকে সেই দেশের ভাষায় লেখা থাকবে স্লোগান, অন্যদিকে ইংরাজিতে লেখা থাকবে স্লোগান।