পঁয়ত্রিশে পৌছেও রজার ফেডেরারের ম্যাজিক অব্যাহত

পঁয়ত্রিশে পৌছেও রজার ফেডেরারের ম্যাজিক অব্যাহত। অল সুইস ফাইনালে স্ট্যান ওয়ারিঙ্কাকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন রজার ফেডেরার। হাঁটুর চোটের কারণে ছয় মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল। র‍্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে চলে যেতে হয়েছিল সুইস তারকাকে। সেখান থেকে স্বপ্নের কামব্যাক ফেড এক্সপ্রেসের। প্রথমে মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেন জিতে আঠেরোতম গ্র্যান্ডস্লাম জয়।

Updated By: Mar 21, 2017, 09:08 AM IST
পঁয়ত্রিশে পৌছেও রজার ফেডেরারের ম্যাজিক অব্যাহত

ওয়েব ডেস্ক: পঁয়ত্রিশে পৌছেও রজার ফেডেরারের ম্যাজিক অব্যাহত। অল সুইস ফাইনালে স্ট্যান ওয়ারিঙ্কাকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন রজার ফেডেরার। হাঁটুর চোটের কারণে ছয় মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল। র‍্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে চলে যেতে হয়েছিল সুইস তারকাকে। সেখান থেকে স্বপ্নের কামব্যাক ফেড এক্সপ্রেসের। প্রথমে মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেন জিতে আঠেরোতম গ্র্যান্ডস্লাম জয়।

আরও পড়ুন শন মার্শ আর হ্যান্ডসকম্ব জিততে দিলেন না ভারতকে

আর রবিবার স্ট্রেট সেটে জিতে ATP মাস্টার্স জয়। এই নিয়ে পাঁচবার ইন্ডিয়ান ওয়েলস খেতাব জিতে জোকোকে ছুঁলেন ফেডেরার। শুধু তাই নয় পঁয়ত্রিশ বছরে ATP মাস্টার্স জিতে পেছনে ফেলে দিলেন কিংবদন্তি আগাসীকে। এতদিন সবচেয়ে বেশি বয়সে ATP খেতাব জেতার নজির ছিল আন্দ্রে আগাসীর।

আরও পড়ুন  হ্যামিল্টন টেস্টে রস টেলরকে পাচ্ছে না নিউজিল্যান্ড

.