অস্ট্রেলিয়ান ওপেনে স্বপ্নের ফাইনাল, মুখোমুখি হবেন ফেডেরার এবং নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনে স্বপ্নের ফাইনাল। রবিবার ফাইনালে মুখোমুখি হবেন রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল। শুক্রবার সেমিফাইনালে বুলগারিয়ার গ্রিগোর দিমিত্রোভকে হারিয়ে ফাইনালে পৌছলেন রাফা। প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের পর জয় পান নাদাল। দুহাজার নয় সালে অস্ট্রেলিয়ান ওপেনে ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

Updated By: Jan 28, 2017, 09:06 AM IST
অস্ট্রেলিয়ান ওপেনে স্বপ্নের ফাইনাল, মুখোমুখি হবেন ফেডেরার এবং নাদাল

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে স্বপ্নের ফাইনাল। রবিবার ফাইনালে মুখোমুখি হবেন রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল। শুক্রবার সেমিফাইনালে বুলগারিয়ার গ্রিগোর দিমিত্রোভকে হারিয়ে ফাইনালে পৌছলেন রাফা। প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের পর জয় পান নাদাল। দুহাজার নয় সালে অস্ট্রেলিয়ান ওপেনে ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

আরও পড়ুন একদিনের ক্রিকেটে আইসিসির তালিকায় নামলেন কোহলি, উঠলেন ধোনি

শেষবার দুহাজার এগারো সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুই চির-প্রতিদ্বন্দ্বি। দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সামনে দাঁড়িয়ে নাদাল। অন্যদিকে আঠেরোটি গ্র্যান্ডস্ল্যাম জয়ের হাতছানি ফেডেরারের সামনে। রবিবার শেষ পর্যন্ত জয় হবে, কার সেটা দেখতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্বের টেনিসপ্রেমীরা।

আরও পড়ুন  মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-ডোডিগ জুটি

.