নাদালের সঙ্গে সাক্ষাতের আগেই বিদায় নিলেন ফেডেরার

টেনিস বিশ্ব প্রায় ধরেই নিয়েছিল ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে রজার-রাফা দ্বৈরথ হচ্ছে। বিশ্বজুড়ে সংবাদপত্রগুলোতেও শেষ আটে ফেডেরার বনাম নাদাল ম্যাচ হবে ধরে নিয়ে প্রিভিউও ছেপে দিয়েছিল। কিন্তু কথায় আছে না `ম্যান প্রপোসেজ, গড ডিসপোসেজ`। সেরকমই হল। টেনিস বিশ্বকে হতাশ করে শেষ ষোলোর ম্যাচে রজার ফেডেরারকে হারিয়ে দিলেন নাদালের দেশের খেলোয়াড় টমি রোব্রেডো।

Updated By: Sep 3, 2013, 09:33 AM IST

টেনিস বিশ্ব প্রায় ধরেই নিয়েছিল ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে রজার-রাফা দ্বৈরথ হচ্ছে। বিশ্বজুড়ে সংবাদপত্রগুলোতেও শেষ আটে ফেডেরার বনাম নাদাল ম্যাচ হবে ধরে নিয়ে প্রিভিউও ছেপে দিয়েছিল। কিন্তু কথায় আছে না `ম্যান প্রপোসেজ, গড ডিসপোসেজ`। সেরকমই হল। টেনিস বিশ্বকে হতাশ করে শেষ ষোলোর ম্যাচে রজার ফেডেরারকে হারিয়ে দিলেন নাদালের দেশের খেলোয়াড় টমি রোব্রেডো।
সুইস কিংবদন্তিকে প্রতিযোগিতার ১৯ তম বাছাই টমি হারালেন স্ট্রেট সেটে। প্রি কোয়ার্টার ফাইনালে টমি ৭-৬, ৬-৩, ৬-৪ ফলে ১৭টি গ্রান্ড স্লামের মালিককে এমনভাবে হারালেন যে দেখে মনেই হচ্ছিল না তাঁর প্রতিপক্ষ টেনিস সর্বকালের সেরাদের তালিকায় একেবারে প্রথম সারিতে আছেন। এর আগে ফেডেরারকে দশবারের সাক্ষাতে একবারও হারাতে পারেনিন রোব্রেডো।
কিন্তু এদিন যে কায়দায় হারলেন ফেডেরার, তাতে প্রশ্ন উঠে গেল পাঁচবারের ইউএস ওপেন খেতাব জয়ীকে নিয়ে। এটাও অনেকটা পরিষ্কার হয়ে গেল রজার হয়তো আর কোনওদিন গ্র্যান্ড স্লামের খেতাব হাতে তুলতে পারবেন না।
ম্যাচ হারের পর ফ্লাশিং মিডো ছাড়ার সময় ফেডেরার যেভাবে হাত নেড়ে বেরোলেন, তাতেও উঠল সন্দেহ। ফের রজার র‌্যাকেট হাতে খেলবেন তো এই ফ্লাশিং মিডোয়‌!

.