চিরাগ কোচকে শোকজ ফেডারেশনের

প্রয়াগ ইউনাইটেডের কোচ সঞ্জয় সেনকে শোকজ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। রেফারির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জন্য সঞ্জয় সেনকে এই শাস্তি দেওয়া হয়েছে ফেডারেশন।

Updated By: Feb 15, 2012, 08:37 PM IST

প্রয়াগ ইউনাইটেডের কোচ সঞ্জয় সেনকে শোকজ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। রেফারির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জন্য সঞ্জয় সেনকে এই শাস্তি দেওয়া হয়েছে ফেডারেশন। রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্ট দেখে বুধবার প্রয়াগ কোচকে শোকজের চিঠি পাঠিয়ে দেয় আই লিগ কমিটি।
শাস্তির মুখে পড়েছেন সালগাঁওকর কোচ করিম বেঞ্চারিফাও। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না তিনি। আগের ম্যাচে রেফারিকে গালিগালাজ করার জন্য তাঁকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন রেফারি।

.