ফেড কাপ ফাইনাল
বৃহস্পতিবার ফেডারেশন কাপের ফাইনাল। ইস্টবেঙ্গলের মুখোমুখি সালগাঁওকর। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। আর মাত্র একটা লাপ।
বৃহস্পতিবার ফেডারেশন কাপের ফাইনাল।
ইস্টবেঙ্গলের মুখোমুখি সালগাঁওকর।
হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল।
আর মাত্র একটা লাপ।
কোচ মরগ্যানের সাফ কথা,সেরা দল হিসেবেই ফাইনাল শুরু করবে আইলিগ চ্যাম্পিয়ন সালগাঁওকর।
অর্থাত নিজের দলকে আন্ডারডগ হিসেবেই দেখতে চান মরগ্যান।
কিন্তু ধুরন্ধর কোচ করিমের বিরুদ্ধে যে ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন মরগ্যানের এটা নতুন ছক,তা স্পষ্ট।
দলে তিন ফুটবলারের চোট সমস্যার জন্যই কি এই আন্ডারডগ মনোভাব?
মরগ্যান মুখে বলছেন কাউকেই তিনি জোর করে খেলাবেন না, ফিট হলে তবেই খেলাবেন।
কিন্তু তিনি ভাল করেই জানেন, কতটা প্রয়োজন মেহেতাবকে।
তাই চোটের জন্য মেহতাব ফাইনালে না খেলতে পারলে লালহলুদ শিবিরে উদ্বেগ বাড়বে।
অন্যদিকে ব্রুনো কুটিনহোর গোলে তেরো বছর আগের সেই জয়ই যেন এখন মোটিভেশন সালগাঁওকরের কাছে।
ইস্টবেঙ্গল কোচের ভাষায়,করিমের দলই ফাইনালে ফেভারিট।
তবে সেরা কোচের শিরোপা পাওয়া করিম বেঞ্চারিফার স্ট্র্যাটেজি কিন্তু অন্য।
রেফারিং নিয়ে সরব করিম।ফাইনালের দুদিন আগে থেকেই তিনি যা নিয়ে সরব।
করিমের এই নতুন স্ট্র্যাটেজি ম্যাচের আগে রেফারিদের উপর কি চাপ বাড়াবে?
চিডি-সুয়েকাদের মত অস্ত্রকে আড়ালে রেখে করিম ফুটবল সমর্থকদের মনঃসংযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েই যাচ্ছেন।
চিডি,সুয়েকা,মেহরাজ,ইসফাক-একঝাঁক কলকাতার প্রাক্তন ফুটবলারই তুরুপের তাস কোচ করিমের।
তবে লাজং ম্যাচে দল যে ছন্নছাড়া ফুটবল খেলেছে,তারই মেরামতিতে এখন ব্যস্ত কোচ করিম।