কটকে স্বপ্নভঙ্গ মোহনবাগানের, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি

কটকে স্বপ্নভঙ্গ মোহনবাগানের। মহানদীর ধারে ফেড কাপ জেতাটা অধরাই থেকে গেল সবুজমেরুনের। মোহনবাগানকে দুই-শূন্য গোলে হারিয়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু এফসি। মেগা ফাইনালের এক্সট্রা টাইমে জোড়া গোল করে বেঙ্গালুরুর জয়ের নায়ক সিকে বিনীত। কেরালার স্ট্রাইকার ম্যাজিক দেখাতেই বাগানের পরপর দুবার ফেড কাপ জেতার আশা শেষ। আইজলের পর কটক। আই লিগের পর ফেড কাপ। শেষ ল্যাপে এসে ফের ব্যর্থ সঞ্জয় সেনের দল। ফেভারিট হিসেবে ফাইনালে নেমেছিল মোহনবাগান। তবে মেগা ফাইনালের নব্বই মিনিট এক মুহূর্তের জন্য ফেভারিটের মতো খেলতে পারেনি সোনি, কাতসুমিরা। উল্টে স্ট্র্যাটেজির লড়াইয়ে সঞ্জয় সেনকে টেক্কা দিলেন আলবার্তো রোকা। লিংন্ডো,খাবরারা বাগান মাঝমাঠকে নড়তেই দেননি। সোনি, কাতসুমির দৌড় থেমে যেতেই বিপর্ণ বাগান। ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ এসেছিল বেঙ্গালুরুর কাছে।

Updated By: May 21, 2017, 11:09 PM IST
কটকে স্বপ্নভঙ্গ মোহনবাগানের, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি

ওয়েব ডেস্ক: কটকে স্বপ্নভঙ্গ মোহনবাগানের। মহানদীর ধারে ফেড কাপ জেতাটা অধরাই থেকে গেল সবুজমেরুনের। মোহনবাগানকে দুই-শূন্য গোলে হারিয়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু এফসি। মেগা ফাইনালের এক্সট্রা টাইমে জোড়া গোল করে বেঙ্গালুরুর জয়ের নায়ক সিকে বিনীত। কেরালার স্ট্রাইকার ম্যাজিক দেখাতেই বাগানের পরপর দুবার ফেড কাপ জেতার আশা শেষ। আইজলের পর কটক। আই লিগের পর ফেড কাপ। শেষ ল্যাপে এসে ফের ব্যর্থ সঞ্জয় সেনের দল। ফেভারিট হিসেবে ফাইনালে নেমেছিল মোহনবাগান। তবে মেগা ফাইনালের নব্বই মিনিট এক মুহূর্তের জন্য ফেভারিটের মতো খেলতে পারেনি সোনি, কাতসুমিরা। উল্টে স্ট্র্যাটেজির লড়াইয়ে সঞ্জয় সেনকে টেক্কা দিলেন আলবার্তো রোকা। লিংন্ডো,খাবরারা বাগান মাঝমাঠকে নড়তেই দেননি। সোনি, কাতসুমির দৌড় থেমে যেতেই বিপর্ণ বাগান। ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ এসেছিল বেঙ্গালুরুর কাছে।

আরও পড়ুন এবারের আইপিএল তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে, বললেন মনোজ তিওয়ারি

উল্টোদিকে গোললাইন সেভ করেন জিঙ্গান। দ্বিতীয়ার্ধের শুরুতে বেঙ্গালুরুর গোল বাতিল হয়।  তিনটে পরিবর্তন করে ফেলেন সঞ্জয়। জেজেকে নামিয়ে নব্বই মিনিটেই খেলা শেষ করতে চেয়েছিল সবুজমেরুন। চোটের কারণে এডুয়ার্ডোর উঠেযাওয়াটাই ফাইনারে টার্নিং পয়েন্ট। নড়বড়ে হয়ে যায় বাগান ডিফেন্স। নির্ধারিত সময় ডেডলক ভাঙেনি। ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়। তার আগেই বিনীতকে মাঠে নামিয়ে মাস্টার স্ট্রোক দেন রোকা। অতিরিক্ত সময়ের শুরুতেই গ্লেনের শট পোস্টে লাগে। বাকিটা সময় বিনীথ শো। অতিরিক্ত সময়ে ভেঙে পড়ে বাগান রক্ষণ। অল্প সময়ের ব্যবধানে জোড়া গোল করেন বিনীত। দুটো গোলের ক্ষেত্রেই দেবজিত মজুমদারের কিছুই করার ছিল না। চলতি মরশুমে ট্রফিহীন ভাবে শেষ করল মোহনবাগান।

আরও পড়ুন  অপরাজিত থেকে ফেড কাপ ফাইনালে নামছে মোহনবাগান

.