করোনার হানা বার্সেলোনায়; চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগে উদ্বেগ বাড়ল মেসিদের!

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার এক ফুটবলার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 13, 2020, 12:35 PM IST
করোনার হানা বার্সেলোনায়; চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগে উদ্বেগ বাড়ল মেসিদের!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তার আগেই বার্সা শিবিরে করোনার হানা। উদ্বেগ বাড়াল মেসিদের। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার এক ফুটবলার।

বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পরের মরশুমের লা লিগার জন্য প্রস্তুতি শিবিরের যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা করা হলে এক ফুটবলারের শরীরে কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। তবে এর জন্য মেসিদের অবশ্য দুশ্চিন্তার কোনও কারণ নেই। কারণ আক্রান্ত সেই ফুটবলার বার্সেলোনার প্রথম স্কোয়াডের নন। আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে লিওনেল মেসি সহ প্রথম সারির ফুটবলাররা আলাদা গ্রুপে প্রস্তুতি নিচ্ছেন।

 

নতুন মরশুমের প্রাক মরশুম প্রস্তুতি শিবিরের জন্য ৯ জন ফুটবলারকে ডাকা হয়েছিল। তাদের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তার কোনও ধরনের উপসর্গ নেই। আপাতত তাঁকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- এবার আই লিগে নতুন কর্পোরেট দল দিল্লির সুদেভা এফসি, পরের মরশুমে খেলবে শ্রীনিধি

.