কোহলিকে ঝাড়ুদার বলে অপমান অস্ট্রেলীয় সাংবাদিকের, পাল্টা দিলেন বিরাটভক্তরা
ওয়েব ডেস্ক: চলতি বছরের শুরুতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকেই বিরাট কোহলির উপরে বিস্তর চটে অজি সংবাদমাধ্যম। কোহলিকে 'ক্লাসলেস' তকমাও দিয়েছিল তারা। এমনকি অস্থিরমতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বিরাটের তুলনা করা হয়েছিল। ১৭ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। তার আগে ভারত অধিনায়ককে অপমান করলেন এক অস্ট্রেলীয় সাংবাদিক।
পাকিস্তানে চলছে পাক বনাম বিশ্ব একাদশের ম্যাচ। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, বিশ্ব একাদশের ম্যাচের আগে ঝাড়ুদার মাঠ পরিষ্কার করছে। সঙ্গে ঝাড়ু হাতে কোহলির ছবিও টুইট করেছেন। আসলে স্বচ্ছ ভারতের প্রচারে ঝাড়ু হাতে তুলে নিয়েছিলেন ভারত অধিনায়ক। সেই ছবিটিই ব্যবহার করেছেন অজি সাংবাদিক।
Sweepers clean the stadium in readiness for the World XI match pic.twitter.com/QWzzW13OFc
— Worldennis XI (@DennisCricket_) September 12, 2017
এরপরই সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়েন ওই সাংবাদিক। ভারতীয়রা তো বটেই, পাকিস্তানিরাও কোহলির পাশে দাঁড়িয়েছেন।
শিক্ষক দিবসে নিজের গুরু হিসেবে জাভেদ মিঁয়াদাদ, ইনজামামুল হক ও ইমরান খানের নাম দিয়ে ছবি পোস্ট করেছিলেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিংয়ের ভক্ত ওয়াঘার ওপারের বাসিন্দারাও।
আরও পড়ুন,