পূজারাকে ‘প্রতারক’ বলে আক্রমণ!
কর্ণাটক ম্যাচে তাঁকে ‘প্রতারক’ বলে আক্রমণ করলেন ফ্যানেরা।
নিজস্ব প্রতিবেদন: তিনি ক্রিকেটের চে। অস্ট্রেলিয়া সফর শেষে ডনের দেশ থেকে এই তকমাই অর্জন করে নিয়ে এসেছেন মিস্টার ডিপেন্ডবল। মিচেল স্টার্ক, কামিন্স, হ্যান্ডসকম্ব, লিয়ঁদের বিরুদ্ধে ‘ধ্যানী’ পূজারার একাগ্রতা নজর কেড়েছে গোটা বিশ্বের। বিরাটোচিত ভারতে বিপ্লব করেছেন এবং সেটাও সশব্দে। তিনি চুপ থেকেছেন, কথা বলেছে তাঁর ব্যাট। পাঁচশোর ওপরে রান। তিন তিনটি শতরান। আর ওই ১৯১ রানের ইনিংস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোটা সিরিজে চেতেশ্বর পূজারা ছিলেন এক কথায় ‘ইনক্রেডিবল’। দেশে ফিরেও সেই ধারা অব্যাহত। কর্ণাটকের বিরুদ্ধে তাঁর অপরাজিত ১৩১ রানের ইনিংস সৌরাষ্ট্রকে রনজি ফাইনালে তুলেছে। এসবের পরও অনুরাগীদের থেকে কটূক্তি শুনতে হল তাঁকে। কর্ণাটক ম্যাচে তাঁকে ‘প্রতারক’ বলে আক্রমণ করলেন ফ্যানেরা।
আরও পড়ুন- বে ওভালে 'উড়ন্ত' হার্দিকের দুরন্ত ক্যাচ, ভাইরাল ভিডিও
In Ranji Trophy Semi Final Karnataka fans calling Cheteshwar Pujara a cheater. Same guys wouldn't have complained if Pujara hadn't walked say in Australia - so its not the morals of walking but the impact on end result. Don't expect batsmen to do umpire's job! pic.twitter.com/Y8Urxb7E3t
— Chintan Buch (@chintanjbuch) January 27, 2019
আরও পড়ুন- ‘৫ মিনিট দাও’, হবু বউকে অপেক্ষা করিয়ে ফুটবল খেলতে গেলেন পাত্র
প্রথম ইনিংসে কট বিহাইন্ড হয়েছিলেন। তবে আম্পায়র আউট না দেওয়ায় মাঠ ছাড়েননি তিনি। দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। কর্ণাটকের পেস বোলার বিনয় কুমারের বলে কট বিহাইন্ড হন তিনি। তবে আম্পায়ার আউট না দেওয়ায় তিনি ক্রিজ ছাড়েননি। এরপর বিনয় কুমার আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন, তবে সিদ্ধান্ত বদল হয়নি। এই ঘটনায় চেতেশ্বর পূজারাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে ফ্যানেরা। তিনি আউট হয়েও কেন ক্রিজে থাকলেন সেই নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। যদিও এটা ক্রিকেটীয় অভিধান অনুযায়ী আম্পায়ার আউট ঘোষণা না করলে একজন ব্যাটসম্যান খেলতেই পারেন।