সৌরভের মতোই ঘটল এবার মেসির সঙ্গে!
এমন ছবি তো আপনি এর আগে দেখেছেনই। সৌরভ গাঙ্গুলি যখন আইপিএলে পুনে ওয়ারিওর্সের হয়ে খেলতেন, তখনও ঘটেছিল এমন ঘটনা। মাঠের মধ্যেই দর্শক ঢুকে পড়ে পা ধরেছিলেন প্রিয় দাদার। শুধু সৌরভ তো নন এমন কাণ্ড ঘটেছে সচিন তেন্ডুলকর থেকে অনেকের সঙ্গেই। এবার সেই একই দৃশ্য আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচেও।
![সৌরভের মতোই ঘটল এবার মেসির সঙ্গে! সৌরভের মতোই ঘটল এবার মেসির সঙ্গে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/02/64880-dadabaire2-9-16.jpg)
ওয়েব ডেস্ক: এমন ছবি তো আপনি এর আগে দেখেছেনই। সৌরভ গাঙ্গুলি যখন আইপিএলে পুনে ওয়ারিওর্সের হয়ে খেলতেন, তখনও ঘটেছিল এমন ঘটনা। মাঠের মধ্যেই দর্শক ঢুকে পড়ে পা ধরেছিলেন প্রিয় দাদার। শুধু সৌরভ তো নন এমন কাণ্ড ঘটেছে সচিন তেন্ডুলকর থেকে অনেকের সঙ্গেই। এবার সেই একই দৃশ্য আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচেও।
আরও পড়ুন ধর্ম এবং নাম নিয়ে হেজেলের পাশে দাঁড়ালেন যুবরাজ
অবসর ভেঙে এই ম্যাচেই ফের দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচের একমাত্র গোলও তাঁরই করা। মেসির ৪২ মিনিটে করা গোলেই প্রাক বিশ্বকাপের ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন ম্যাচ চলাকালীন মেসির এক ভক্ত ঢুকে পড়েন মাঠে। প্রথমে চুমু খান মেসির হাঁটুতে। পরে একেবারে পায়ে পড়ে চুমু খাওয়া শুরু করেন। এরপরই নিরাপত্তারক্ষীরা সেই দর্শককে মাঠের বাইরে নিয়ে আসেন।