IPL 2021: 'আপনি কবে খেলবেন?' ফ্যানের প্রশ্নে Imran Tahir যা বলেলন তা অভাবনীয়
এখনও রিজার্ভ বেঞ্চেই বসে আসেন ইমরান তাহির ৷ গত মরসুমে মাত্র তিন ম্যাচ খেলা প্রোটিয়া স্পিনারকে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলায়নি চেন্নাই সুপার কিংস৷
নিজস্ব প্রতিবেদন: এখনও রিজার্ভ বেঞ্চেই বসে আসেন ইমরান তাহির (Imran Tahir)৷ গত মরসুমে মাত্র তিন ম্যাচ খেলা প্রোটিয়া স্পিনারকে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলায়নি চেন্নাই সুপার কিংস (CSK)৷ ৪২ বছরের স্পিনারকে দলে দেখতে চাইছেন চেন্নাইয়ের ফ্যানেরা৷ সেরকমই প্রকাশ নামের এক সিএসকে ফ্যান মঙ্গলবার ট্যুইটারে তাহিরকে জিজ্ঞাসা করেছিলেন, "স্যার আপনাকে প্রথম একাদশে কবে দেখতে পাব? তামিলনাড়ু আপনার অপেক্ষায়"
৩৭ বছর বয়সে বিশ্বের এক নম্বর বোলার হওয়া তাহির বুঝিয়ে দিলেন যে, তাঁর কাছে দলের সংজ্ঞা কী বা তাঁর স্পোর্টসম্যান স্পিরিট ঠিক কোন জায়গায়! তাহির উত্তরে লিখলেন, "ধন্যবাদ স্যার৷ সেরা প্লেয়াররা মাঠে নেমে নিজেদের অবদান রাখছে৷ দলের স্বার্থে তাদেরই খেলা উচিত৷ আমার কথা নয়, দলের কথা ভাবতে চাই আমি৷ এই অসাধারণ দলের অংশ হতে পারার জন্য গর্বিত৷ যদি টিমের আমাকে কখনও প্রয়োজন হয়, তাহলে সেরাটা উজার করে দেব আমি৷"
Thank you https://t.co/CwOFkDXgPq players are in the field and they are delivering and they should continue for the teams benefit.Its not about me.Its about the team.Iam extremely proud to be a part of this wonderful team.If Iam needed sometime I will give my best for the team https://t.co/Wh6PJ0dYHV
(@ImranTahirSA) April 19, 2021
২০১৯ সালে চেন্নাই দু'বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেছিল৷ ফিরেই তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় ধোনির ইয়েলো আর্মি৷ সেই মরসুমে আগুনে ফর্মে ছিলেন তাহির৷ ১৭ ম্যাচে ২৬ উইকেট (ফাইনালে ২টি সহ) নিয়েছিলেন ১৮.৮৪-এর স্ট্রাইক রেটে, ইকনমি রেট ছিল ৬.৬৯৷ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ায় তাহিরের মাথায় ওঠে পার্পেল ক্যাপ৷ ২০১৮ থেকেই তাহির আছেন চেন্নাইয়ে৷